মেঘনায় “মুক্তিযোদ্ধা যাচাই বাছাই” বিষয়টি তদন্তের জন্য জেলা প্রশাসক, কুমিল্লা সামনের সাপ্তাহে আসছেন

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,মোঃ ইসমাইল হোসেন,২০ এপ্রিল : মেঘনা উপজেলায় “মুক্তিযোদ্ধা যাচাই বাছাই” তালিকায় অনিয়ম ও দুর্নীতি এবং মোটা অংকের টাকা বাণিজ্যের অভিযোগ পাওয়া পর সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তফা কামাল পত্রিকার কাটিংসহ মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় মন্ত্রী বরারব আবেদন করেন। পূর্বের “মুক্তিযোদ্ধা যাচাই বাছাই” কমিটির তালিকায় বিএনপি ও জামায়াত অনেক লোকের নাম থাকায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী, আ, ক, ম মোজাম্মেল হক এম. পি বিষয়টি জানার পর পূনরায় তদন্তের জন্য জেলা প্রশাসক কুমিল্লা বরাবর প্রেরণ করেছেন। জেলা প্রশাসক কুমিল্লা সামনের সাপ্তাহে যে কোন দিন মেঘনাতে “মুক্তিযোদ্ধা যাচাই বাছাই” কমিটি আসছেন। অন লাইনে যারা আবেদন করেছেন তাদেরকে মুক্তিযোদ্ধা অফিসে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে।