ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,মোঃ ইসমাইল হোসেন,১৮ এপ্রিল : কুমিল্লার মেঘনা উপজেলার নির্বাহী অফিসার আফরোজা পারভীনের সাথে মুক্তিযোদ্ধাদের একটি প্রতিনিধিদল সাক্ষাৎকার করেন গতকাল। মুুক্তিযোদ্ধারা হচ্ছেন, মোস্তফা কামাল, আবদুল গাফ্ফার, মোঃ ইসমাইল হোসেন, মোঃ সিরাজুল ইসলাম, আবদুল মতীন, আরো অনেকে। তাহারা বলেন, মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছায়ের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রী ১৫ কার্যদিবস সময় দিয়েছেন। এই সময়ের মধ্যে মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছায়ের প্রয়োজন। মেঘনা উপজেলা নির্বাহী অফিসার আফরোজা পারভীন বলেন, আমি শুনেছি মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছায়ের জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মহোদয় কুমিল্লা জেলা প্রশাসককে দায়িত্ব দিয়েছেন। কুমিল্লা জেলা প্রশাসক মহোদয় সে বিষয়ে পদক্ষেপ নিবেন। আমার কিছু করার নাই।