ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,রাজনৈতিক প্রতিনিধি,১২ এপ্রিল : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর সম্পূর্ন ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আজ বুধবার বিকেল ৪টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, শুধু আশ্বাস নিয়ে খালি হাতে ফিরে এসেছেন শেখ হাসিনা। এসম তিনি বলেন, সিমান্ত হত্যা থেকে শুরু করে তিস্তাসহ গুরুত্বপূর্ণ কোন বিষয়েই কোন চুক্তি হয়নি। তাই এই সফর ব্যর্থ হয়েছে।
খালেদা জিয়া বলেন, ‘জনগণের দাবি অনুযায়ী রামপাল বিদ্যুৎ কেন্দ্রের স্থান পরিবর্তনের জন্য তিনি (প্রধানমন্ত্রী) ভারতের সঙ্গে কোনও কথা বলেননি।’
তিনি আরও বলেন, ‘দেশ ও জাতির ভবিভষ্যৎ জড়িত রয়েছে এমন কোনও বিষয়ে বিএনপি চুপ থাকতে পারে না।’
বিএনপি চেয়ারপারসন বলেন, ‘শেখ হাসিনা বলেছেন, তিনি নাকি এ সফরে তৃপ্ত। কিন্তু বাংলাদেশের জনগণ তৃপ্ত নয় বরং আতঙ্কিত।’
তিনি বলেন, ‘আমারা সুস্পষ্ট করে বলতে চাই, ভারতের সঙ্গে আমাদের বৈরিতা নেই। আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধানে আমরা বিশ্বাসী।’
খালেদা জিয়া বলেন, ‘ভাটির দেশ হিসেবে আন্তজাতিক সব নদীর পানি পাওয়া আমাদের অধিকার। এটা কারও দয়ার বিষয় নয়। তিস্তার পানি জটিলতার বিষটি ভারতের কেন্দ্রীয় সরকারকেই সমাধান করতে হব।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সংবাদ সম্মেলনে যেসব সাফ্যলের চিত্র তুলে ধরেছেন তার বেশির ভাগ অসত্য ও এক তরফা।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার সফর চরমভাবে ব্যর্থ বলে মনে করে দেশের জনগণ। এটা শুধু দেওয়ার সফর, তবে পাওয়ার সফর না। বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। আওয়ামী লীগ বিদেশী মদদে আবারও ক্ষমতায় আসার চক্রান্ত করেছে।’
বিএনপি চেয়ারপারসন বলেন, ‘শেখ হাসিনাকে ভারতে স্বাগত জানানো, কোথায় থাকতে দেওয়া হয়েছে? এসব বিষয়ে বাংলাদেশের জনগণ জানতে চায় না। দেশের মানুষ আপ্যায়নের চাইতে তাদের ন্যায্য পাওনা কী এসেছে তা জানতে চায়।
চুক্তির প্রতিবাদে কোনও কর্মসূচি দেবেন কিনা বা ক্ষমতায় গেলে চুক্তি পুর্ণমূল্যায়ন করা হবে কিনা- প্রশ্নের জবাবে খালেদা জিয়া বলেন, ‘সংবাদ সম্মেলনও একটি কর্মসূচি। দেশের মানুষকে জানাতে আমাদের এ আয়োজন। আর ক্ষমতায় গেলে দেশের স্বার্থে চুক্তি রিভিউ করবো।’
আপনি বলছেন শেখ হাসিনার সফর জনগণ ব্যর্থ মনে করে। কিন্তু এ বিষয়ে বিএনপি কী মনে করে- এমন প্রশ্নের জবাবে খালেদা জিয়া বলেন, ‘আমরা জনগণের সঙ্গে আছি। জনগণ যা মনে করে আমরাও তাই মনে করি।’