মেঘনা উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,মোঃ ইসমাইল হোসেন,১০ এপ্রিল : কুমিল্লার মেঘনা উপজেলায় আজ মেঘনার নির্বাহী অফিসার আফরোজা পারভীনের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, মেঘনা উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব আবদুল সালাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ, মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন। সভায় ৮ ইউনিয়নের চেয়ারম্যানগণ ও প্রতিটি স্কুলে প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ বলেন, মেঘনা উপজেলায় মাদকের প্রভাব অনেকটা কমে গেছে। তবে সাতঘরিয়াকান্দি নদীতে কে বা কারা অবৈধভাবে বালু উত্তোলন করছে, পাশের বাড়ি-ঘর-ফসলী জমি নদীতে তলিয়ে মানুষজনের ক্ষতি হচ্ছে। মেঘনা উপজেলার নির্বাহী অফিসারের কাছে এর প্রতিকার করার অনুরোধ জানান। মেঘনা উপজেলার নির্বাহী অফিসার মেঘনার উন্নয়নে সকলের সহযোগিতা চেয়ে আসন্ন ১৪২৪ বঙ্গাব্দের পহেলা বৈশাখের (বাংলা নববর্ষ) কর্মসূচী জানিয়ে সভার সমাপ্তি করেন।