আতিয়া মহলে অবরুদ্ধ বিশ্বজিতের ৩০ ঘণ্টার অভিজ্ঞতা

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২৭ মার্চ : সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ীর জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলে’ ৩০ ঘণ্টা আটকে থাকার পর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতায় মুক্ত হয়েছেন বিশ্বজিত কুমার দে নামে এক ব্যক্তি। এই সময়ের অভিজ্ঞতা বর্ণনা করেছেন তিনি। খবর বিবিসির। আতিয়া মহলের দুই তলায়  স্ত্রীকে নিয়ে থাকতেন বিশ্বজিত। তিনি বলেন, শুক্রবার ভোরের দিকে প্রচণ্ড শব্দে তাদের ঘুম ভাঙে। এরপর একবার বাইরে বের হয়ে চারদিকে ধোয়া দেখে ভয়ে আবার ঘরে ফিরে যান। কী হচ্ছে কিছুই বুঝতে পারছিলেন না তারা। তিনি আরো বলেন, এই সময় হ্যান্ড মাইকে পুলিশের কথা শুনতে পান। তার ভাষ্য, আমাদের নীচতলায় থাকা জঙ্গিদের আত্মসমর্পন করার আহ্বান জানাচ্ছিলেন তারা, এরপর আমরা বাসার দরজা-জানলা বন্ধ করে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ ছিলাম। ভয়ে আতঙ্কে গেছে প্রতিটা মুহূর্ত। এরপর শনিবার সকালে শুনলাম আর্মি আসছে।

ভবনের দুই তলা থেকে পাঁচ তলা পর্যন্ত প্রায় ২৮টি পরিবারকে উদ্ধারের কাজ শুরু হয় শনিবার সকালে। কিন্তু নীচ তলায় সন্দেহভাজন জঙ্গিদের অবস্থান থাকায় সহজ পথে সিঁড়ি বেয়ে তাদের বের করা নিরাপদ ছিল না। তাহলে কিভাবে বের হলেন এতগুলো মানুষ? বিশ্বজিত জানান, মই তৈরি করে আতিয়া ভবনের পাশে থাকা আরেকটি ভবনের সাথে যুক্ত করা হয়। তারপর এই মই দিয়ে এক এক করে সবাইকে পাশের ভবনের সরিয়ে ফেলা হয়। প্রতিটি তলায় ছয়টি ফ্ল্যাট রয়েছে। তিনি বলছিলেন, নীচতলায় একটি ফ্ল্যাটে সন্দেহভাজন জঙ্গিরা রয়েছেন বলে তাদের ধারণা। তিনি বলেন, সব জিনিস-পত্র বাসায় ফেলে কোনো মতে বেঁচে ফিরে আসছি। নীচতলায় সন্দেহভাজন জঙ্গিরা ডিসেম্বরের/জানুয়ারির দিকে বাসাটি ভাড়া নেন বলে তিনি জানতে পেরেছেন। তবে সেখানে কারা থাকেন তাদের সম্পর্কে বিস্তারিত কোন তথ্য তার জানা নেই।