অনিবন্ধিত আড়াই লাখ ফার্মেসি বন্ধ হচ্ছে

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১৫ মার্চ : ভেজাল ও নিম্নমানের ওষুধ বিক্রি রোধে নিবন্ধনহীন আড়াই লাখ ফার্মেসি বন্ধের উদ্যোগ নিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। এরইমধ্যে সারাদেশে কমকর্তাদের কাছে এ সংক্রান্ত চিঠি দেয়া হয়েছে। তবে ওষুধ ব্যবসায়ীদের সংগঠন বলছে, অধিদপ্তরের এমন সিদ্ধান্ত বাস্তবসম্মত নয়। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে অনেকের জীবিকা হুমকির সম্মুখীন হবে। ঔষধ প্রশাসন অধিদপ্তরের তথ্যমতে, দেশে নিবন্ধিত ফার্মেসির সংখ্যা ১ লাখ ৩০ হাজার। তবে অনিবন্ধিত ফার্মেসির সঠিক হিসেব অধিদপ্তরের কাছে নেই। ঔষুধ ব্যবসায়ীদের সংগঠন ড্রাগিস্ট এন্ড কেমিস্ট সমিতি বলছে, দেশে অনিবন্ধিত ফার্মেসির সংখ্যা প্রায় আড়াই লাখ।

অনিবন্ধিত ফার্মেসিতে ভেজাল, নকল ও নিম্নমানের ঔষধ বিক্রি হয় বলে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে। এসব ফার্মেসির বেশিরভাগই ফার্মেসি পরিচালনার নূন্যতম নিয়ম-কানুন মেনে চলে না। তাই এগুলো বন্ধে পদক্ষেপ নিতে সারাদেশে কর্মকর্তাদের চিঠি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। ওষুধ ব্যবসায়ীরা বলছেন, অনিবন্ধিত ফার্মেসিগুলোতে বিপুল সংখ্যক মানুষ কাজ করে। তাই হঠাৎ করে প্রতিষ্ঠানগুলো বন্ধ না করে আলোচনার মাধ্যমে সমাধানে আসার পরামর্শ তাদের। অন্যদিকে এসব ফার্মেসি বন্ধের পক্ষে সমর্থন জানিয়েছেন ফার্মাসিস্টরাও। সরকার ২০১৫ সাল থেকে নতুন ফার্মেসির নিবন্ধন দেয়া বন্ধ রেখেছে।