
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার বিভাগের প্রধান লুৎফর জানান, ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় রাত ৯টায় (বাংলাদেশ সময় ভোর ৬টা) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসা কায়েস এর আগে ২০১২ সালে শ্বাসকষ্টজনিত সমস্যা ও রক্তে ইনফেকশনের মতো প্রাণঘাতী সেপটেসেমিয়ায় আক্রান্ত হয়েছিলেন।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিয়ে সে সময় সুস্থ হয়েছিলেন তিনি।
ব্রাজিলে যাওয়ার আগে রাষ্ট্রদূত মিজারুল কায়েস বাংলাদেশের লন্ডন মিশনে হাইকমিশনারের দায়িত্ব পালন করেন।