সারাদেশে দুদকের দুর্নীতিবিরোধী মানববন্ধন কাল

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,০৯ মার্চ : দুর্নীতি দমন কমিশন (দুদক) লাখো মানুষ নিয়ে দুর্নীতিবিরোধী মানববন্ধন করবে। কাল শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানীসহ দেশের ৬৪ জেলায় এই মানববন্ধন হবে। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বলেন, সমাজে সততা ও দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ার লক্ষ্যে সংস্থার প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে। তিনি জানান, মানববন্ধনে দেশের প্রায় ২২ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে দুদক গঠিত সততা সংঘের সদস্য, শিক্ষার্থী (নবম ও দশম শ্রেণির), শিক্ষক, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, নাগরিক সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সমাজের সর্বস্তরের মানুষ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

দুদক সূত্র জানায়, কেন্দ্রীয়ভাবে রাজধানীর উত্তরা থেকে ফার্মগেট-বাংলামোটর-শাহবাগ-মৎস্য ভবন-কাকরাইল মোড়-বিজয়নগর হয়ে প্রেসক্লাব পর্যন্ত মানববন্ধন হবে। জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সাধারণ মানুষের সঙ্গে অংশ নেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ, দুই কমিশনার নাসিরউদ্দীন আহমেদ ও এ এফ এম আমিনুল ইসলাম। এ ছাড়া শিক্ষাসচিবসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও কমিশনের কর্মকর্তারা এই মানববন্ধনে অংশ নেবেন।