পাটের সোনালী দিন ফিরে এসেছে: প্রধানমন্ত্রী

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,০৯ মার্চ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাটের তৈরি পণ্যের বহুমুখীকরণ ও উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন। পাটের সোনালী দিন ফিরেছে বলেও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। জাতীয় পাট দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, “পাট পরিবেশবান্ধব, এর থেকে আর উন্নত কিছু হতে পারে না। পাট উৎপাদন ও সংরক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে। “পাট থেকে বহুমুখী পণ্য উৎপাদন করে তা আমরা রপ্তানি করবো।” পলিথিনের ব্যাগের বিকল্প হিসেবে পচনশীল পাটের ব্যাগ আবিষ্কারের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “পাটের সোনালী দিন ইনশাল্লাহ ফিরে এসেছে।”

প্যারিস জলবায়ু সম্মেলনের কথা স্মরণ করে তিনি বলেন, সেখানে বলা হয়েছিল পরিবেশ দূষিত না করে আমাদের কাজগুলো করার জন্য। বর্তমান সময়ে দূষণমুক্ত ব্যবহারের জন্য পাটের চাহিদা বেড়ে গেছে। পাট দিয়ে এখন পরিবেশ বান্ধব পলিথিন তৈরি করা হচ্ছে। এটি মাটির সঙ্গে মিশে যাবে। ফলে পরিবেশ দূষিত হবে না। এ সময় প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএনপির শাসনামলে বিশ্ব ব্যাংকের নির্দেশে তারা একের পর এক পাট কল বন্ধ করে দিয়েছে। পাট শ্রমিকেরা যখন তাদের বেতন বাড়ানোর আন্দোলন করে তখন তাদের উপর গুলি করেছে। এতে ১৭ জন পাট শ্রমিক মারা গিয়েছিল। ফার্মগেইটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনের ওই অনুষ্ঠানে পাটের বহুমুখীকরণে বিশেষ অবদান রাখার জন্য দশটি ক্যাটাগরিতে দশ জনের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।