পূর্ণাঙ্গ বার্ন ইনস্টিটিউট প্রকল্পের অনুমোদন

SHARE

141একটি আলাদা ও পূর্ণাঙ্গ বার্ন ইনস্টিটিউট করতে প্রকল্প হাতে নিয়েছে সরকার। এতে সরকারের মোট ব্যয় হবে ৫২২ কোটি ৩৯ লাখ টাকা। নিজস্ব তহবিল থেকে পুরো অর্থ বহন করবে সরকার।

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) এক সভায় এ সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের কাছে প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন।

তিনি জানান, আগামী ২০১৮ সালের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করতে চায় সরকার। আর এর কাজ শুরু হবে ২০১৬ সালের জানুয়ারি থেকে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশে পূর্ণাঙ্গ বার্ন ও প্লাস্টিক সার্জারির জন্য একটি ইনস্টিটিউট করার তাগিদ বোধ করা হচ্ছিল। তবে নানা কারণে তা এতোদিন বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এখন সেটি চূড়ান্ত রূপ পেলো।

তিনি আরো বলেন, ঢাকার চানখারপুল এলাকায় এটি করা হবে। অবকাঠামোও গড়ে তোলা হবে আধুনিক ভাবে।

জানা যায়, স্বল্প ও আর্থিক সামর্থের মধ্যে সরকার জনগণকে উন্নত বার্ন ও প্লাস্টিক সার্জারি সেবা পৌঁছে দিতে প্রকল্পটি হাতে নিয়েছে।