ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,০৭ মার্চ : রাজধানীর পল্টনে কালভার্ট রোডের একটি উন্মুক্ত ম্যানহোলে পড়ে এক দৃষ্টিপ্রতিবন্ধীর মৃত্যুর ঘটনায় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহীকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৯ মার্চ তাদের আদালতে হাজির হতে বলা হয়েছে। একইসঙ্গে মৃত ব্যক্তির পরিবারকে কেন ক্ষতিপূরণ দেয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে।
আজ মঙ্গলবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে পল্টনে কালভার্ট রোডের একটি উন্মুক্ত ম্যানহোলে পড়ে যান দৃষ্টিপ্রতিবন্ধী এক ব্যক্তি।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস সদর দফতরের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের রেজিস্টার খাতায় ওই ব্যক্তিকে ‘৪৫ বছরের অজ্ঞাত’ বলে উল্লেখ করা হয়েছে। তার পরনে লুঙ্গি ও সাদা গেঞ্জি ছিল।