ধর্মঘটে আহত শ্রমিকের মৃত্যু

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,০১ মার্চ : গাবতলীতে ধর্মঘট চলাকালে পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষে গুলিবিদ্ধ পরিবহন শ্রমিক মারা গেছেন।

আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শ্রমিককে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এক সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম শাহ আলম। তিনি বৈশাখী পরিবহনে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, বেল সোয়া ১১টার দিকে দারুস সালাম থানা পুলিশ গুলিবিদ্ধ শ্রমিককে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। ভর্তির সময় তাকে অজ্ঞাতপরিচয় হিসেবে উল্লেখ করা হয়। হাসপাতালের আইসিইউতে তার চিকিৎসা চলছিল।

সন্ধ্যায় জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. জেসমিন নাহার বলেন, ‘মৃত ব্যক্তির বুকে-পেটে অসংখ্য গুলির চিহ্ন ছিল। এতেই তার মৃত্যু হয়। তাকে আমরা অজ্ঞাতপরিচয় হিসেবে পেয়েছি। এখনো তার স্বজনরা না থাকায় নাম-ঠিকানা জানা যায়নি।’

ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আগামীকাল ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। তিনিও শ্রমিকের পরিচয় নিশ্চিত করতে পারেননি।

ধর্মঘট চলাকালে গাবতলীতে গতকাল মঙ্গলবার ও আজ বুধবার দফায় দফায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল বেশকিছু যানবাহন ভাঙচুর করা হয়। শ্রমিকরা একটি পুলিশ বক্স ও রেকারেও আগুন দেয়। তারা পুলিশকে লক্ষ্য করে ইট মারে। পাল্টা ব্যবস্থা হিসেবে পুলিশও টিয়ার শেল নিক্ষেপ ও শ্রমিকদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় শাহ আলম নামে এক শ্রমিক গুরুতর আহত হন বলে জানা যায়।