ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১৮ ফেব্রুয়ারি : ভালোবাসার মানুষগুলো থেকে দিনের পর দিন দূরে থাকা খুবই কষ্টকর। যেজন প্রেমের এই ব্যাথা জানে, সে জনই মানে এই কথা। যদিও স্কাইপ, ভিডিও কলের জামানায় সেই আক্ষেপ কিছুটা মিটলেও অপূর্ণতা রয়েই যায়। কারণ সে তো কেবলই চোখের দেখা আর মুখে দু’টো কথা বলা। এতে কী আর প্রাণ জুড়ায়? তবে প্রিয়জন থেকে দূরত্বের এই জ্বালা কিছুটা নয় অনেকটাই মিটতে চলেছে। সাত সমুদ্র তেরো নদীর অন্যপ্রান্তে থেকেও ভালবাসার মানুষটিকে ছুঁয়ে দেখতে পারবেন। এই পদ্ধতি নাকি আবিষ্কার করে ফেলেছেন কানাডার সিমোন ফ্রেজার বিশ্ববিদ্যালয়ের গবেষক কারমান নিউস্টেডার। এক বিশেষ প্রকারের দস্তানা আবিষ্কার করেছেন তিনি। যার মাধ্যমে ভিডিও চ্যাট করার সময় আপনি সঙ্গী বা প্রিয় মানুষগুলোকে হাত দিয়ে ছুঁতেও পারবেন। নিজের প্রিয় সন্তানকে কোলে নিতে না পারলেও স্পর্শ করতে পারছেন। গালে হাত দিতে পারবেন, আবার আলিঙ্গনও করতে পারবেন। আর আপনার সঙ্গীও দিব্যি অনুভব করতে পারবেন আপনার ভালবাসার ছোঁয়া। বিশেষ এই দস্তানার নাম দেয়া হয়েছে ফ্লেক্স-এন-ফ্লেক্স। এর মধ্যে থাকা সেন্সরগুলো মাইক্রো-কন্ট্রোলারের সঙ্গে অ্যাটাচ করা থাকে। ওয়াই-ফাই মডিউলে ব্যবহার করতে হয়। দস্তানার মধ্যে থেকে হাত নাড়ালেই সেন্সরগুলো অ্যাক্টিভ হয়ে উঠবে। তবে এখনও পরীক্ষা-নীরিক্ষার স্তরেই রয়েছে এই দস্তানা। সব দিক পরীক্ষা করেই ছাড়া হবে বাজারে।