ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১৬ ফেব্রুয়ারি : ঊরুর চোটের কারণে নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে পারেন নি ইমরুল কায়েস। এরপর প্রস্তুতি ম্যাচে খেলার সময় একই জায়গায় চোট পেয়ে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টেও খেলতে পারেননি। এদিকে ফর্মে ফিরেছেন সৌম্য সরকারও। উদ্বোধনী জুটিতে তামিম ইকবালের সঙ্গী হতে ফিটনেসের পাশাপাশি রানও করতে হবে ইমরুলকে। সামনেই শ্রীলঙ্কা সফর। এই সিরিজের আগেই সম্পূর্ণ ফিট হয়ে উঠতে চান উদ্বোধনী এই ব্যাটসম্যান। আগামী রোববার থেকে শুরু হতে যাওয়া বিসিএলের চতুর্থ রাউন্ডে মাঠে নামার সম্ভাবনাও রয়েছে ইমরুলের। ভারত থেকে দেশে ফেরার পর পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেন ইমরুল। হায়দরাবাদ টেস্টের আগে বিসিবি চিকিৎসকরা ইমরুলকে সতর্ক করেছিলেন, একই জায়গায় আবার চোট পেলে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যেতে হতে পারে। এবার ঘরোয়া ক্রিকেটে খেলে নিজেকে পরীক্ষা করে নিতে চান এই বাঁহাতি ব্যাটসম্যান।
ইমরুল বলেন, ‘ভারতে থেকে আসার পর রিহ্যাব করেছি এবং গত দুই দিন ধরে ব্যাটিং ও রানিং করছি’। আমার মনে হয়েছে, ওই রকম কোনো ব্যথা নেই। রানিং ও ব্যাটিংয়ে সমস্যা হচ্ছে না, আমি অনেক ভালো অনুভব করছি। ‘অনেক দিন ঘরোয়া ক্রিকেট খেলা হয়নি। খেললে নিজের কাছেই নিজেকে অনেক আত্নবিশ্বাসী মনে হয়’। ম্যাচে কতটুকু ফিট হতে পেরেছি সেটা আমি নিজেই জানতে পারবো।