ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১১ ফেব্রুয়ারি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি হত্যা মামলা খুব শিগগিরই আলোর মুখ দেখবে। তিনি বলেন, র্যাব সদস্যরা এ মামলা তদন্ত করছে। ২ জনের ডিএনএ’র নমুনা পাওয়া গেছে। সেগুলো ম্যাচিং করার চেষ্টা চলছে। তিনি শনিবার দুপুরে নড়াইলের নড়াগাতি থানার অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব চত্বরে সাংবাদিকদের এ কথা বলেন। সন্ত্রাস-জঙ্গীবাদের কোনস্থান নেই উল্লেখ করে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, সরকার কাঠোর হস্তে জঙ্গিদের দমন করেছে। তিনি বলেন, পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতায় জঙ্গী দমন সম্ভব হয়েছে। অপরাধীর কোন দল নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসী যে দলেরই হোক না কেন কাউকে ছাড় দেয়া হবেনা। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী অপরাধীদের ব্যাপারে জিরো টলারেন্স ব্যবস্থা নেয়া হয়েছে। এরআগে স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির উজ জামানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুস সামাদ ও খুলনা মেট্ট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি প্রমূখ বক্তব্য রাখেন।
নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ, নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলামসহ বিভাগের পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে, ভিক্ষুকমুক্ত খুলনা বিভাগ গড়ার লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বিভাগীয় কমিশনার আবদুস সামাদের নিকট খুলনা বিভাগের পুলিশ সদস্যদের এক দিনের বেতনের ৫৮ লাখ ১২ হাজার ২০৯ টাকার চেক হস্তান্তর করেন। পরে মন্ত্রী কালিয়া থানার নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।