কক্সবাজারে ৫ লাখ ইয়াবাসহ আটক ৯

SHARE
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১১ ফেব্রুয়ারি : কক্সবাজার এলাকায় গভীর সমুদ্রে অভিযান চালিয়ে মাছ ধরার নৌকা থেকে ৫ লাখ ইয়াবাসহ ৯ জনকে আটক করেছে র‌্যাব। শনিবার ভোরে অভিযান চালিয়ে ইয়াবা বহনকারী মাছ ধরার ট্রলারসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. হাবিবুল্লাহ,  জাহিদ হোসেন, মো. আব্দুল হামিদ, মো. জাহাঙ্গীর, মো. ওসমান গনি, মো. সুলতান আহম্মদ, মো. মিজানুর রহমান, আব্দুর রউফ, মো. আব্দুর রাজ্জাক মিয়া। র‌্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. রুহুল আমিন জানান, সাগরপথে কয়েকটি সিন্ডিকেট মাছ ধরার ট্রলারে করে টেকনাফ-চট্টগ্রাম রুটে ইয়াবা পাচার করে আসছিল। র‌্যাব দীর্ঘদিন ধরে খোঁজখবর নেয়ার পর গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। সন্দেহজনক ট্রলারটি থামার সংকেত দিলে তারা পালানো চেষ্টা করে। কিন্তু র‌্যাব ধাওয়া দিয়ে ৮ জনকে আটক করে। ট্রলারের মাছ রাখার জায়গা থেকে প্যাকেট করা সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার করা হয় জানিয়ে র‌্যাব কর্মকর্তা রুহুল বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদের পর কক্সবাজার শহর থেকে ট্রলার মালিক সুলতান আহম্মদকে আটক করা হয়। পরে তার বাড়ি থেকে আরো ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, শরণার্থী শিবিরের বাসিন্দারা মিয়ানমারের নাগরিক। তবে তারা নিবন্ধিত নাকি অনিবন্ধিত শরণার্থী শিবিরের বাসিন্দা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আটককৃতদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।