ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,০৫ ফেব্রুয়ারি : গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া গণ উন্নয়ন একাডেমি পুড়িয়ে দেয়ার ঘটনায় প্রধান সন্দেহভাজন গ্রেফতারকৃত রঞ্জু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আরও ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রবিবার দুপুরে রঞ্জু মিয়াকে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মইনুল হাসান ইউসুবের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারি কর্মকর্তা মো. মজিবুর রহমান। পরে শুনানী শেষে বিচারক তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগেও রঞ্জুকে ৩ দিনের রিমান্ড দিয়েছিলেন আদালত।
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি গভীর রাতে দুর্বৃত্তরা কুন্দেরপাড়া গণ উন্নয়ন একাডেমি’র শ্রেণী কক্ষে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এতে ওই বিদ্যালয়টির আসবাবপত্র, শিক্ষা উপকরণ ও গুর“ত্বপূর্ণ কাগজপত্রসহ প্রায় কোটি টাকার সম্পদ ভষ্মিভুত হয়। ওই ঘটনায় পরদিন শুক্রবার অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে বিদ্যালয়টির প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ গাইবান্ধা সদর থানায় একটি নাশকতার মামলা দায়ের করেন। পুলিশ প্রাথমিক তদন্তে পার্শ্ববর্তী চর পারদিয়ারার বাসিন্দা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মজিবুর রহমানের ছেলে রঞ্জু মিয়াকে এব্যাপারে জড়িত সন্দেহে গ্রেফতার করে। পুলিশের একটি সুত্র জানায়, তাকে থানায় নিয়ে আসার পর জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে তার সম্পৃক্ততার আভাস পাওয়া যায়। তাই ঘটনার রহস্য উদঘাটনের জন্য তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রয়োজন দেখা দেয়ায় দ্বিতীয় দফায় আদালতে রিমান্ডের আবেদন করা হয়।