ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,চট্টগ্রাম ব্যুরো,১৯ জানুয়ারি : ঘুষ-দুর্নীতি আর হয়রানি বন্ধে ছদ্মবেশে থানায় থানায় যাবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) টিম। দুদক কমিশনার ড.নাসিরউদ্দীন আহমেদের কাছ থেকে এমন তথ্য পেয়ে জেলার ১৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রসহ সব ইউনিটে সতর্কবার্তা পাঠিয়েছেন পুলিশ সুপার (এসপি) নূর ই আলম মিনা।
এসপির এই বার্তা বুধবার (১৮ জানুয়ারি) সকালে ১৬ থানার ওসিকে জানিয়ে দেন অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ রেজাউল মাসুদ। ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের ইনচার্জদের এসপির নির্দেশনা জানিয়ে দেয়ার জন্য ওসিদের নির্দেশ দেয়া হয়।
মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সরকারি উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন দুদক কমিশনার নাসিরউদ্দীন আহমেদ।
সূত্রমতে, এসময় দুদক কমিশনার বলেন, বিভিন্ন থানায় পুলিশ সাধারণ মানুষকে টাকার জন্য হয়রানি করছে বলে আমাদের কাছে অভিযোগ আছে। আমাদের টিম থানাগুলোতে যাবে। এসব দুর্নীতি-হয়রানি বন্ধ করতে হবে।
এরপর সকালে ওসিদের কাছে পাঠানো সতর্কবার্তায় বলা হয়, ছদ্মবেশে দুদকের টিম যে কোন সময় থানায় যাবে। সতর্ক থাকতে হবে। কারও কাছ থেকে টাকা নেয়া কিংবা হয়রানি করতে দেখলে তারা হাতেনাতে গ্রেফতার করবে এবং মামলা দেবে। যে কোন ধরনের অনিয়ম থেকে দূরে থাকতে হবে।
জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ রেজাউল মাসুদ বলেন, দুদকের টিম থানায় থানায় যাবে বলে এসপি মহোদয় জানতে পেরেছেন। এজন্য আমরা ওসিদের সতর্ক করেছি। কোন ধরনের অন্যায় আমরা বরদাশত করব না এটা বলেছি।
চট্টগ্রাম জেলার থানাগুলো হচ্ছে, মিরসরাই, জোরারগঞ্জ, সীতাকুণ্ড, সন্দ্বীপ, রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, ফটিকছড়ি, ভুজপুর, বোয়ালখালী, পটিয়া, চন্দনাইশ, আনোয়ারা, সাতকানিয়া, লোহাগাড়া এবং বাঁশখালী।