ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নাটোর প্রতিনিধি, ১৪ জানুয়ারি : জেলার চাঁদপুরের পাবনাপাড়া গ্রাম থেকে ফজলুর রহমান (২২) নামে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেমবি’র এক সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ৪টি পিস্তল, ৬টি ম্যাগজিন, ১৭ রাউন্ড গুলি, ২টি চাপাতি, ৬টি মিলিটারি চাকু, ২টি ক্ষুর ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়।
নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার বিষয়াট নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফজলুর রহমান নামে জেএমবি’র এক সদস্যকে আটক করা হয়েছে। তার কাছ থেকে অস্ত্র, ম্যাগজিন, গুলি, ছুরি ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।