সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটক

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১৩ জানুয়ারি : স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজে ছাত্রলীগের সভাপতি রাতুল শিকাদার ও সাধারণ সম্পাদক অচিন্ত্য কুমারসহ চার নেতাকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কোতোয়ালি থানা পুলিশ কলেজের ইর্ন্টানি হোস্টেলে অভিযান চালিয়ে তাদের আটক করে।

থানার ওসি আবুল হাসান জানান, ইন্টার্নি হোস্টেলের উত্তেজনা কমাতে তাদের আটক করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষের অনুমতি পেলে তাদের ছেড়ে দেয়া হবে।

এর আগে দুপুর থেকে কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সঙ্গে কর্তৃপক্ষ বৈঠকে বসে। বৈঠকটির মধ্যস্ততা করছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. বেলাল আহমেদ।

কলেজের একটি সূত্র জানায়, ছাত্রলীগের সভাপতিও সাধারণ সম্পাদক গ্রুপ ইন্টার্নি হোস্টেল নিয়ন্ত্রণ করছে। এদের মধ্যে গত বছর যারা ইন্টার্নশিপ সম্পন্ন করেছেন তারা এখনো হোস্টেল ছেড়ে দেননি। ছাত্রলীগের সভাপতি গ্রুপের সেল্টারে এসব চিকিত্সকরা হোস্টেলে অবস্থান করছে। অপরদিকে সাধারণ সম্পাদকের গ্রুপের দাবি, এসব চিকিত্সকদের হোস্টেল ছেড়ে দিতে হবে। ইন্টার্নশিপের জন্য নতুন চিকিত্সকরা জানুয়ারি মাস থেকে হোস্টেলে ওঠার কথা। এই দ্বন্দ্বের জের ধরে গত কয়েকদিন ধরে কলেজে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এরই জের ধরে পুলিশ আজ বিকেলে অভিযান চালিয়ে ছাত্রলীগের চারনেতাকে আটক করে।