‘কুমিল্লায় জেলা প্রশাসক হিসেবে থাকা অবস্থায় আমার দ্বারা কোনো দুর্নীতি সংঘটিত হবে না’ … জেলা প্রশাসক, কুমিল্লা

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম, কুমিল্লা প্রতিনিধি,১৯ ডিসেম্বর :‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ এই প্রতিপাদ্যকে ধারণ করে মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আজ ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হয়েছে। জেলা প্রশাসন, কুমিল্লার সহযোগিতায়  ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) কুমিল্লা’র উদ্যোগে কান্দিপারস্থ টাউনহল চত্ত্বরে মানববন্ধন শেষে দুর্নীতিবিরোধী একটি র‌্যালি কুমিল্লা শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে স্থানীয় নজরুল ইনষ্টিটিউট কেন্দ্রে এসে মিলিত হয়। সনাক সভাপতি আলী আকবর মাসমু এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ জাহাংগীর আলম দুর্নীতি প্রতিরোধে সরকারের নানা পদক্ষেপ উল্লেখ করে বলেন, দুর্নীতি প্রতিরোধে সিস্টেমের উন্নয়ন সাধন এবং সংশ্লিষ্ট সকলের মানসিকতার পরিবর্তন করতে হবে। তিনি আরও বলে, কুমিল্লায় দায়িত্ব পালন কালে তাঁর দ্বারা কোনো দুর্নীতি সংঘটিত হবে না। তিনি একই সঙ্গে আইন, বিধিবহির্ভুত এবং অন্যায্য কোনো তদবির ও অনুরোধ না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান। তিনি আশা প্রকাশ করেন, দুর্নীতি প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সততার চর্চা করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর আমীর আলী চৌধুরী বলেন, দুদক-এর পক্ষ থেকে এ বছরের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে ‘আসুন, দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই।‘ তিনি আরও বলেন, দুর্নীতি প্রতিরোধে মানসিকতার পরিবর্তনের জন্য কোমলমতি শিক্ষার্থীদেরকে সুশিক্ষা, সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল বই পাঠের অনুশীলনে অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে সহায়ক পরিবেশ সৃষ্টির আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আজিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল মোমিন, অনুষ্ঠানের মুখ্য আলোচক দুর্নীতি দমন কমিশন (দুদক), কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ, জেলা দুপ্রক-এর সাধারণ সম্পাদক ও সনাক-এর সাবেক সভাপতি আলহাজ¦ শাহ মোঃ আলমগীর খান, অধ্যক্ষ মোমিনুল হক চৌধুরী, সনাক-কুমিল্লার সাবেক আহ্বায়ক বদরুল হুদা জেনু, অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিক, অধ্যক্ষ শফিকুর রহমান ও টিআইবি’র প্রোগ্রাম ম্যানেজার করুনা কিশোর চক্রবর্তী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০১৬ উদযাপন কমিটির আহ্বায়ক সনাক সদস্য ডাঃ মৃণাল কান্তি ঢালী ও দিবসের ধারণাপত্র উপস্থাপন করেন সনাক সদস্য বাকীন রাব্বী। অনুষ্ঠানে নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার প্রতি শ্রদ্ধা জানানো হয়। উল্লেখ্য ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার আশরাফ মাহমুদ।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, আইনজীবি, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, মানবাধিকারকর্মী, বেসরকারি প্রতিষ্ঠান- এইড কুমিল্লা, ব্র্যাক, দৃষ্টি, পেইজ, ব্লাস্ট, জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, হলদিয়া সমাজ উন্নয়ন সংস্থা, প্রত্যয়, ঢাকা আহছানিয়া মিশন, ওয়াইডব্লিউসিএ, সঞ্চারণসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।