‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ এ স্লোগানে জেলা পর্যায়ে সাঁতারু বাছাই প্রতিযোগিতায় নওগাঁ থেকে ১৫ জন ইয়েস কার্ড পেয়েছে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে শহরের জেলা পরিষদ পার্কের পুকুরে বাছাই প্রতিযোগিতা শেষে তাদের ইয়েস কার্ড দেওয়া হয়।
বাংলাদেশ নৌবাহিনী ও সুইমিং ফেডারেশনের যৌথ উদ্যোগে আয়োজিত সাঁতার প্রতিযোগিতার সময় জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমান, বংলাদেশ সুইমিং ফেডারেশনের প্রধান কোচ সেগুন পার্ক, সহ-সভাপতি আব্দুল মান্নান, বাংলাদেশ নৌবাহিনী কমান্ডার এসএম মাহমুদুর রহমান, লেফটেন্যান্ট কমান্ডার এম নাঈমুল হক ও এম নাহিদ হাসান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় বয়স ভিত্তিক চারটি গ্রুপে মোট ১২২ জন ছেলে ও দু’জন মেয়ে অংশ নেয়। পরে ইয়েস কার্ড প্রাপ্তদের নগদ টাকাসহ সনদপত্র দেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, ইয়েস কার্ড প্রাপ্তরা কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত বাছাই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
নৌবাহিনীর সহযোগিতায় বাংলাদেশ সাঁতার ফেডারেশন সেরা সাঁতারু খোঁজার লক্ষ্যে দেশের প্রতিটি জেলায় এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।