প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),রাজধানীর বনানী  প্রতিনিধি, রোববার   ২০ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৭ ১৪৩২ :

রাজধানীর বনানীতে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইমএশিয়ার শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ (২৩) নিহতের ঘটনায় ৮জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও এ হত্যাকাণ্ডের ঘটনায় অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

Advertisement

শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে নিহতের মামাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রাইমএশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী ও বহিরাগতসহ ৮ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়।

বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সারোয়ার বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইমএশিয়ার শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ (২৩) নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে মামলার আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

Advertisement

এর আগে শনিবার বিকেলে রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে হামলায় নিহত হন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ। তার বাড়ি ময়মনসিংহের ভালুকায়।

ওসি রাসেল সারোয়ার বলেন, শনিবার বিকেল ৪টার পর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয়। এ সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজ নিহত হয়।

Advertisement

প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশের ফেসবুক পোস্টে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ‘সন্ত্রাসী হামলায়’ পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের গ্রেফতারের দাবি জানানো হয়। ওই পোস্টে তার একটি ছবিও শেয়ার করা হয়।

ছবি: সংগৃহীত