https://www.facebook.com/share/v/1CEuHv3MgL/
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),মেঘনা প্রতিনিধি,বুধবার ০৯ এপ্রিল ২০২৫ || চৈত্র ২৬ ১৪৩১ :
কুমিল্লা মেঘনায় সড়কে বেপরোয়াভাবে চলছে ব্যাটারিচালিত অটোরিকশা। মেঘনা সড়কে চলাচলের ক্ষেত্রে কোনো নিয়ম মানা হচ্ছে না। কখনো অলিগলি বা শাখা সড়ক থেকে হুট করে উঠে আসছে মূল সড়কে। চলছে উল্টো পথেও। মেঘনার প্রায় সব এলাকায় এখন অটোরিকশা চলাচলের এমন চিত্র নিত্যদিনের। এতে প্রতিদিনই ছোটখাট দুর্ঘটনাও ঘটছে।
Advertisement
সরেজমিন ঘুরে দেখা গেছে, বাটেরচর থেকে মেঘনা ডুকার সময় সামনে অটোরিকশার ভিড়। আছে প্যাডেল চালিত রিকশাও।মেঘনা বাস স্টেশনের গেটে রিকশার এমন জটলায় কিছুটা ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। মানিকারচর বাজারে অটো রিকশার জ্যাম নিত্য দিনের ।