ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),রাজনীতি প্রতিনিধি,বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫ || চৈত্র ১৪ ১৪৩১ :
আদালতের রায়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষিত হওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় ইশরাক হোসেন বললেন, দলীয় সিদ্ধান্ত পেলেই এই পদে শপথ নেবেন।
Advertisement
২০২০ সালে ডিএসসিসির মেয়র নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করা ইশরাক হোসেন বলেন, “মেয়র হিসেবে শপথ গ্রহণ করব কি না, সেটা সম্পূর্ণ দলীয় বিষয়।”
বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দেওয়ার পর আদালত প্রাঙ্গণে প্রথম প্রতিক্রিয়ায় তিনি এমন মন্তব্য করেছেন।
ইশরাক হোসেন সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে। বাবার পথ ধরে তিনিও বিএনপির রাজনীতি করেন।
বৃহস্পতিবার রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন। তার পক্ষে রায় আসার পর তিনি ও তার সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
নির্বাচনে প্রচার মাইক ভেঙে ফেলা, পোস্টার ছিড়ে ফেলা এবং হামলাসহ বিভিন্ন অভিযোগের বিষয় তুলে ধরে ইশরাক হোসেন বলেন, “ভোটের দিন সকাল সাড়ে ৯টা-১০টা পর্যন্ত কোনো কোনো কেন্দ্র খোলা ছিল, কোথাও ছিল না। তারপর থেকে সব কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়।”
Advertisement
তিনি বলেন, “ফ্যাসিবাদী হাসিনার পতনের পর ন্যায় বিচারের যে ধারা চালু হয়েছে, সেটি অব্যাহত থাকুক; এটি আমরা চাই।”
আওয়ামী লীগের ১৫ বছরে হওয়া সব নির্বাচন বাতিল করা উচিত কিনা, এমন প্রশ্নে ইশরাক বলেন, “নির্বাচনি ট্রাইব্যুনালে আমরা মামলা করেছিলাম কিন্তু সেখানে অনেক সমস্যা করে রেখেছিল। খুনি হাসিনার খুনি ভাইপো তাপস আদালতে হস্তক্ষেপ করে আমাদের মামলার কার্যক্রম বন্ধ করে রেখেছিল।”
তিনি বলেন, “৫ আগস্টের পর সমস্ত আইনি প্রক্রিয়া অনুসরণ করে তথ্য, সাক্ষী, প্রমাণাদি হাজির করেছি। মামলা লড়ে আমরা জিতে এসেছি। অন্যান্য নির্বাচনের বিষয় সেটা আমার দেখার, মন্তব্য করার বিষয় নয়।”
তার নির্বাচনের সময় আউয়াল কমিশনের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “ফ্যাসিবাদী আমলে সাংবিধানিক পদে যারা ছিলেন, তারা তাদের দায়িত্ব এড়াতে পারেন না।”
২০২০ সালের ১৬ মে ডিএসসিসির মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শেখ ফজলে নূর তাপস।
২০২০ সালে করোনার অভিঘাত প্রকট হওয়ার আগে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচন হয় ফেব্রুয়ারির শুরুতে। ব্যাপক কারচুপির অভিযোগের মধ্যে ভোটের ফলে জয়ী ঘোষণা করা হয় তাপসকে।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের আগে-পরে দলটির শীর্ষ নেতারা দেশ ত্যাগ করেন। তার মধ্যে প্রথম ধাক্কায় দেশ ছেড়ে আর ফেরেননি তাপস।
২০২৪ সালের ৩ জুলাই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশ ছেড়ে যান মেয়র তাপস।
বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মণির ছেলে শেখ ফজলে নূর তাপস। আত্মীয়তার বন্ধনে শেখ হাসিনার ভাইপো তাপস। শেখ পরিবারের প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে তিনি অন্যতম।
পেশায় আইনজীবী তাপস ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা তিনবারের সংসদ সদস্য ছিলেন। ২০১৯ সালের ২৯ ডিসেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দেওয়ার পর তিনি জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি দক্ষিণ সিটি নির্বাচনে তাকে বিজয়ী ঘোষণা করে আউয়াল কমিশন। ওই বছরের ১৬ মে মেয়র হিসেবে শপথ নেন তিনি।
৫ আগস্ট সরকার পতনের পর ১৯ আগস্ট ২০২৪ সালে ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ১২টি সিটি কপোরেশনের মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেয় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।
অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে চট্টগ্রাম সিটি করপোরেশনের আওয়ামী লীগের মেয়র রেজাউল করিম অপসারিত হওয়ার পর আদালতের দ্বারস্থ হয়েছিলেন তার প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা শাহাদাত হোসেন। ২০২১ সালে অনুষ্ঠিত নির্বাচনে কারচুপির প্রমাণ পাওয়ায় ২০২৪ সালের ১ অক্টোবর আদালত রেজাউল করিমের ফল বাতিল করে শাহাদাত হোসেনকে বিজয়ী ঘোষণা করেন।
Advertisement
শাহাদাত হোসেন এখন চট্টগ্রাম সিটির মেয়র। একই পথে ঢাকার দক্ষিণ সিটিতে মেয়র পদে বসার অপেক্ষায় ইশরাক হোসেন।