এক বধূ নিয়ে ৩ বন্ধুর বাসর, গ্রেফতার ২ (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),টাঙ্গাইলের ভূঞাপুর প্রতিনিধি,বুধবার   ১৯ মার্চ ২০২৫ ||  চৈত্র ৬ ১৪৩১ :

প্রতিশ্রুতি রক্ষায় বাসর ঘরে ঢুকে বরের সহযোগিতায় নিজের স্ত্রী (নববধূ’কে) পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে তিন বন্ধুর বিরুদ্ধে। এমন ঘটনায় অভিযুক্ত বর ও তার দুই বন্ধুর মধ্যে এক বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। অপর আরও এক বন্ধু পলাতক।

Advertisement

সস্প্রতি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পাশ্ববর্তী কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের সরাতৈল এলাকায় এ ঘটনা ঘটে। এনিয়ে গত শুক্রবার ২৬ জুলাই কালিহাতী থানায় ভুক্তভোগীর স্বামী ও তার দুই বন্ধুর বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী নববধূ’র মা।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের নুর আমিনের ছেলে ও নববধূর স্বামী আব্দুল বাছেত (২৫) এবং বাছেদের বন্ধু একই গ্রামের আব্দুল বাছেদের ছেলে জহুরুল ইসলাম (২৮)। অপর বন্ধু আক্তার হোসেনের ছেলে রবিন মিয়া (২৬)। রবিন আত্মগোপন রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের নুর আমিনের ছেলে আব্দুল বাছেদ সস্প্রতি ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের নিকলাপাড়া গ্রামে পারিবারিকভাবে বিয়ে করেন। পরে ওইদিন রাতেই নববধূকে নিজের বাড়িতে তোলেন বর।

 

Advertisement

 

বাসর ঘরে প্রবেশের পর প্রথমে বর নিজে এবং তার সহযোগিতায় তার দুই বন্ধু নববধূকে ধর্ষণ করে। এরপর ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের নিকলা পাড়া গ্রামে মেয়ের বাবার বাড়িতে বিয়ের ফিরানিতে গিয়ে ভুক্তভোগী নববধূ এ বিষয়ে জানিয়ে দেন।

স্বামীসহ তার বন্ধুরা এ ঘটনার কথা স্বীকার করেছেন বলে ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনির জানিয়েছেন। গাবসারা ইউপি চেয়ারম্যান শাহ আলম শাপলার কাছে মোবাইলে জানতে চাইলে একাধিকবার ফোন করলেও পাওয়া যায়নি।

Advertisement

এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা দায়েরের পর গত শুক্রবার অভিযুক্ত নববধূ’র স্বামী বাছেদ ও তার এক বন্ধুকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। অপর বন্ধুকে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে। এ ঘটনায় নববধূর শারীরিক পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।