গাড়িতে ৩৭ লাখ টাকা জব্দের ঘটনায় সেই নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),গাইবান্ধা প্রতিনিধি,বুধবার   ১৯ মার্চ ২০২৫ ||  চৈত্র ৬ ১৪৩১ :

গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলামের গাড়ি থেকে প্রায় ৩৭ লাখ টাকা জব্দের ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নিজাম উদ্দিনের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করা হয়।

Advertisement

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়,যেহেতু আপনি মো. ছাবিউল ইসলাম, নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), গাইবান্ধা এর বিরুদ্ধে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কর্মস্থল ত্যাগ করার অভিযোগ করা হয়েছে এবং আপনার গাড়িতে অবৈধ অর্থ বহন ও তা যৌথবাহিনী কর্তৃক জব্দ করার বিষয়টি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে। আপনার এহেন কার্যকলাপের পরিপ্রেক্ষিতে আপনার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) ও (ঘ) অনুসারে যথাক্রমে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয় এবং সেহেতু সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর বিধি ১২ (১) অনুসারে আপনি মো. ছাবিউল ইসলাম নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, গাইবান্ধাকে সাময়িক বরখাস্ত করা হলো।

এতে আরও উল্লেখ করা হয়ম সাময়িক বরখাস্তকালীন আপনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

Advertisement

বরখাস্ত হওয়ার বিষয়ে জানতে মঙ্গলবার রাত ১১টায় ছাবিউল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এর আগে গত রবিবার এলজিইডির প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) আবদুর রশীদ মিয়া গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেন।

এরও আগে,গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার সিংড়া উপজেলার চলনবিল গেট এলাকায় নাটোর-সিংড়া মহাসড়কে যৌথবাহিনী গাড়ি তল্লাশির সময় গাইবান্ধার এলজিইডি নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামের গাড়ি থেকে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করে পুলিশ।

Advertisement

পুলিশ জানায়,ছাবিউল ওই টাকা তার জমি বিক্রির বলে পুলিশের কাছে দাবি করেন। তবে পুলিশের কাছে কোনো প্রমাণ দিতে পারেননি ওই কর্মকর্তা। এরপর শুক্রবার সন্ধায় ওই নির্বাহী প্রকৌশলী মুচলেকা দিয়ে ছাড়া পান। আর এ টাকা আদালতের নির্দেশে রাষ্ট্রীয় কোষাগারে (ট্রেজারি) জমা দেন এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা।