‘বল পুলিশ আমার বাপ’, এই বলেই বেধড়ক পিটুনি ছাত্রদল নেতাকে (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ফরিদগঞ্জ  প্রতিনিধি, শনিবার   ১৫ মার্চ ২০২৫ ||  চৈত্র ১ ১৪৩১ :

‘বল পুলিশ আমার বাপ। এই বলে মুখের ভেতর গোল আলু ঢুকিয়ে কয়েকজন মিলে বেদম মারধর। এক পর্যায়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরলে আবারও মার।’ মঙ্গলবার (১১ মার্চ) দিনগত রাত সাড়ে তিনটা থেকে চারটা পর্যন্ত থানার একটি কক্ষে আটকে রেখে এমন নির্যাতন চালানোর অভিযোগ করেন ছাত্রদল নেতা শাওন কাবী।

Advertisement

এর আগে একই রাতে ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া এলাকা থেকে তাকে আটক করেন উপপরিদর্শক খোকন চন্দ্র দাশ। অভিযোগ ছিল, সড়কে একজন কন্টেন্ট ক্রিয়েটর ও তার গাড়ির চালককে মারধর। তবে ওই সময় পুলিশ কাবীকে আটক করতে গেলে সেখানে পুলিশের সঙ্গে তার বাদানুবাদ হয়।

শাওন কাবীর অভিযোগ, উপপরিদর্শক খোকন চন্দ্র দাশসহ আরও কয়েকজন পুলিশ সদস্য তার ওপর এমন নির্যাতন চালায়। এসময় পা, উরু, হাতের আঙুল ও শরীরের বিভিন্নস্থানে বেদম মারধর করা হয়।

বর্তমানে শাওন কাবী চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে দুটি মামলায় তার জামিন হয়।

Advertisement

তবে শাওন কাবী বলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম তাকে নির্যাতন না করতে ওই উপপরিদর্শককে নির্দেশ দেন। কিন্তু তারপরও তার ওপর চলে অকথ্য ভাষায় গালাগাল এবং শারীরিক নির্যাতন। তবে এবিষয় অভিযুক্ত উপপরিদর্শক খোকন চন্দ্র দাশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, নির্যাতনের বিষয় প্রশ্ন করা হলে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম বলেন, কোনো অবস্থায় যেন আটক ব্যক্তিকে মারধর করা না হয়, তার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে। তারপরও কেনে মারধর করা হলো, তা খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি।

Advertisement

চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, সত্যি যদি নির্যাতনের প্রমাণ পাওয়া যায়।  তাহলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ছাত্রদল নেতা শাওন কাবী পণ্ডিত। ছবি সংগৃহীত