ওবায়দুল কাদেরের সিমের লোকেশন ও কললিস্ট ট্র্যাক করে পাওয়া গেলো চাঞ্চল্যকর তথ্য! (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিশেষ  প্রতিনিধি,শুক্রবার   ০৭ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২২ ১৪৩১ :

২৪ এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালানোর মাস্টারমাইন্ড ওবায়দুল কাদের ঠিক কোথায় আছে তা নিয়ে যখন নতুন করে চলছে জল্পনা কল্পনা। ঠিক তখনই তার সিমের লোকেশন ও কললিস্ট ট্র্যাক করে পাওয়া গেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য।

Advertisement

 

গত বছরের ৫ আগষ্ট হাসিনা ভারতে পালিয়ে গেলেও কাউয়া কাদের খ্যাত ওবায়দুল কাদের ঠিক কোথায় কোন অবস্থানে আছে তা জানা সম্ভব হচ্ছিলো না কিছুতেই। হাসিনা পালানোর পরদিনই গণমাধ্যমে খবর আসে ওবায়দুল কাদেরও পালিয়েছেন ভারতে। তবে সম্পতি প্রবাসী সাংবাদিক ইলিয়াস বোমা ফাটান কাদেরের অবস্থান নিয়ে। এই সাংবাদিক তার ভেরিফায়েড ফেসবুকে এক পোষ্টে দাবি করেন দেশেই আছেন তিনি। এরপর সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওবায়দুল কাদেরের ব্যবহৃত সিমের লোকেশন ও কললিস্ট ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই তালিকায় দেখা যায়, সর্বশেষ ৫ আগস্ট ওবায়দুল কাদেরের ব্যক্তিগত ফোন নম্বরটি খোলা ছিল। ওই দিন দুপুর ২টা ৪২ মিনিটে তার ফোন ট্র্যাক লোকেশন ছিল মোহাম্মদপুর।

 

Advertisement

ওই তথ্য অনুযায়ী, রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোড ৪৭ এর ২/৬ এ সর্বশেষ অবস্থান পাওয়া যায় ওবায়দুল কাদেরের। আর কললিস্ট অনুযায়ী কাদের মোবাইল ফোনে খুব কম কথা বলতেন। দলীয় কার্যালয়, নিজের বাসা ছাড়া ছাড়া খুব বেশি স্থানে তার কল লোকেশন পাওয়া যায়নি। যদিও ওই কল লিস্টের সত্যতা নিশ্চিত করা যায়নি এখনো। হাসিনা পালানোর পর থেকে বিভিন্ন সময় ওবায়দুল কাদের লুকিয়ে আছেন ভেবে কোথাও কোথাও আইনশৃঙ্খলা বাহিনী অভিযানও চালিয়েছে। এরপরও কোথাও মেলেনি ওবায়দুল কাদেরের খোঁজ। গুঞ্জন আছে, দেশ ছেড়ে পালিয়েছেন কাদের। তিনিও ভারতে আছেন ফ্যাসিস্ট হাসিনার মতই। যদিও হাসিনা যেভাবে প্রকাশ্যে আসছেন সেভাবে একবারও প্রকাশ্যে আসতে দেখা যায়নি গণহত্যা চালানো এই মাস্টারমাইন্ডকে।