https://www.facebook.com/share/v/15CwdidVmu/
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি), শিক্ষা উপদেষ্টা মন্ত্রনালয় প্রতিনিধি,বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫ || ফাল্গুন ২১ ১৪৩১ :
আগামী ঈদুল আজহা থেকে উৎসব ভাতাসহ অন্যান্য ভাতা বৃদ্ধির দাবি মেনে নেওয়ায় আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের শিক্ষকেরা।
বৃহস্পতিবার (০৬ মার্চ) বেলা ১১টায় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত ১৭ ফেব্রুয়ারি প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে জোটের সাত সদস্যের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবিরের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে তিনি নেতৃবৃন্দকে জানান যে, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের শতভাগ উৎসব ভাতা এবং সরকারি নিয়মে বাড়িভাড়া ও মেডিকেল ভাতার দাবিগুলো অত্যন্ত যৌক্তিক। নেতৃবৃন্দ এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে দাবিগুলো মেনে নেয়ার সুস্পষ্ট ঘোষণা অথবা প্রজ্ঞাপন জারির আহ্বান জানালে তিনি জানান যে, শিক্ষা উপদেষ্টা শিগগির প্রেস ব্রিফিং করে শিক্ষকদের দাবি দাওয়ার ব্যাপারে জানাবেন।
তারা আরও বলেন, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষক কর্মচারীদের প্রতি সম্মান দেখিয়ে শিক্ষা উপদেষ্টা বিদায়ী ভাষণে শিক্ষক-কর্মচারীদের জন্য আসন্ন ঈদুল আজহা থেকে উৎসব ভাতা ও সম্পূরক বাজেট এবং আগামী বাজেট থেকে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও বিনোদন ভাতাসহ অন্যান্য ভাতা বৃদ্ধির ঘোষণা দেওয়ায় শিক্ষা উপদেষ্টার প্রতি আস্থা ও সম্মান রেখে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট চলমান আন্দোলনকে আগামী ঈদুল আজহা পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। নেতৃবৃন্দ আশা করেন যে, শিক্ষা মন্ত্রণালয় ঈদুল আজহার আগেই প্রজ্ঞাপনের মাধ্যমে দাবিগুলো বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। দাবি আদায় না হলে আগামী ঈদুল আযহার পরে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলবে।
জোটের আহ্বায়ক অধ্যক্ষ মাইন উদ্দিনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন জোটের সদস্য সচিব প্রিন্সিপাল দেলাওয়ার হোসেন আজিজী, বাছেদ আলী, আফরোজা শ্রাবণ, ববিউল ইসলাম, তোফায়েল সরকার, আব্দুল হাই সিদ্দিকী, শান্ত ইসলাম, মিজানুর রহমান মাহিন, আব্দুল হালিম, আহসান হাবিব, মিজানুর রহমান, আবু তালেব সোহাগ, জাহাঙ্গীর হোসেন, হাবিবুল্লাহ রাজু, নূরুল আমিন হেলালী, মামুনুর রশীদ, মনিরুল ইসলাম, সিরাজুল ইসলাম, বশির আহমেদ, আবুল হোসেন, মো. বাসির, সাবরিনা, মো. আব্দুর রহিম প্রমুখ।
Advertisement
শিক্ষকদের বাড়ি ভাড়া, উৎসব-চিকিৎসা ভাতা কত টাকা বাড়ছে?
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া, উৎসব ভাতা ও চিকিৎসা ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা- এ বছরের ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছু বাড়াতে পারবো।’
সদ্য বিদায়ী শিক্ষা উপদেষ্টার এমন বক্তব্যের পর শিক্ষকদের বাড়ি ভাড়া, উৎসব ভাতা ও চিকিৎসা ভাতা কত টাকা বাড়ছে সেই প্রশ্ন দেখা দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় বলছে, এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে শিক্ষা প্রশাসের একটি সূত্র জানিয়েছে, শিক্ষকদের শতভাগ উৎসব ভাতার দাবি পূরণ নাও হতে পারে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে প্রশাসনের এক কর্মকর্তা জানান, ‘রাতারাতি উৎসব ভাতা শতভাগ করা সম্ভব হবে না। প্রাথমিকভাবে কিছুটা বাড়ানো হবে। এর পর ধাপে ধাপে তা শতভাগ করার পরিকল্পনা রয়েছে। এছাড়া বাড়ি ভাড়া এক হাজার টাকার মতো বাড়ানো হতে পারে। চিকিৎসা ভাতা ৫০০ টাকা বাড়িয়ে এক হাজার করার পরিকল্পনা রয়েছে। তবে বিষয়গুলো এখনো চূড়ান্ত হয়নি। প্রাথমিক আলোচনার মধ্যে রয়েছে।’
Advertisement
শিক্ষকদের উৎসব ভাতা শতভাগ করার বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান এ বিষয়ে এখনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
জানা গেছে, বেসরকারি শিক্ষকরা বর্তমানে মূল বেতনের ২৫ শতাংশ উৎসব ভাতা পান। এছাড়া বাড়ির ভাড়ার জন্য এক হাজার এবং চিকিৎসা ভাতার জন্য ৫০০ টাকা করে পান। বর্তমান বাজারে যা খুবই অপ্রতুল বলে জানিয়েছেন তারা। এ অবস্থায় দীর্ঘদিন ধরে উৎসব ভাতা শতভাগ করার দাবি জানিয়ে আসছেন তারা।
শ্রেণিকক্ষে শিক্ষক © ফাইল ছবি