ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),মেঘনা প্রতিনিধি,বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫ || ফাল্গুন ২১ ১৪৩১ :
দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি, ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) এর সাবেক প্রেসিডেন্ট সাঈদ আহমেদ খানের মা জাহান আর বেগম (৮০) মারা গেছেন।
(সাংবাদিক সাঈদ আহমেদ খানের মা ইন্তেকাল করেছেন)
বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। জাহান আর বেগম গত এক বছর ধরে অসুস্থ ছিলেন।
আজ বাদ জোহর নিজ গ্রাম মেঘনা উপজেলার তুলাতলীতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার মরদেহ দাফন করা হবে।
মরহুমার আত্মার শান্তির জন্য সাংবাদিক সমাজসহ সকলের কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক সাঈদ আহমেদ খান।