ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিপ্লব সিকদার মেঘনা থেকে,বুধবার ০৫ মার্চ ২০২৫ || ফাল্গুন ২০ ১৪৩১ :
কুমিল্লার মেঘনা উপজেলায় অবৈধ বালু উত্তোলন করার সময় নৌ পুলিশ -কোষ্ট গার্ড অভিযান পরিচালনা করে আটক করলেও আভিযানিক দল আক্রমণের শিকার হতে পারে, এই ভয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
Advertisement
বুধবার গভীর রাতে চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার সৈয়দ মোসফিকুর রহমানের নেতৃত্বে দুটি স্পিডবোটে ২৫ সদস্য নৌ পুলিশ ও কোষ্ট গার্ড এ অভিযান পরিচালনা করেন।
আভিযানিক দলে থাকা দুই জন স্থানীয় সোর্স এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্প্রতি পত্রিকায় অবৈধ বালু উত্তোলন “নিয়ে সংবাদ প্রকাশ হওয়ার পর গোপনীয়তার সাথে আভিযানিক দল এ অভিযান চালায়।
সূত্র জানায়, পাগলা স্টেশন কমান্ডার এবং চাঁদপুর নৌ পুলিশের এসপিসহ দুটি স্পিডবোট নিয়ে রাত অনুমান ১.৩০ টার দিকে বালু উত্তোলন রামপ্রসাদের চর ও নলচর এলাকার মাঝামাঝি নদে স্পটে যায় আভিযানিক দল। স্পটে ৪ টি ড্রেজার ও ১০ থেকে ১৫ টির মত বাল্কহেড বালু উত্তোলনরত অবস্থায় দেখতে পেয়ে আভিযানিক দল ড্রেজার ও বাল্কহেডে নেমে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালায়।
Advertisement
ড্রেজারগুলো হলো এমভি ত্বোহা, তানজিল জিসান ১,তানজিল জিসান ২, মা ‘ লোডিং ড্রেজার ও বাল্কহেড গুলো হলো টিটুর মালিকানাধীন এশিয়া সুপার,সোহেলের মালিকানাধীন,মেঘনা সুপার, রাজু, জামানের মালিকানাধীন সাথী ভাই সহ আরও কয়েকটি। সব ড্রেজার ও বাল্কহেড স্থানীয়দের বলে জানা যায়।
অপরদিকে বালু উত্তোলনকারী নলচর এলাকার বাসিন্দারা কয়েকশ টর্চ লাইট এবং টেটাসহ দেশীয় লাঠিসোঁটা প্রদর্শন করে ডাকাত -ডাকাত বলে চিৎকার করলে অভিযানে নেতৃত্বে থাকা চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশের এসপি সৈয়দ মোসফিকুর রহমান বলেন দ্রুত চলে আসেন, এখান থেকে সেনাবাহিনী হামলার শিকার হয়েছে এমন মন্তব্য করার পর দ্রুত আভিযানিক দল ফিরে আসেন।
সূত্র জানায়, আভিযানিক দল সর্বোচ্চ ৭ থেকে ৮ মিনিট স্পটে অবস্থান করেন।
এ বিষয়ে অভিযানে থাকা কোষ্ট গার্ড নাঃগঞ্জ পাগলা স্টেশন কমান্ডার মফিজুর রহমান এর নিকট জানতে চাইলে তিনি বলেন অভিযান হয়েছে। এ বিষয়ে আমরা কোন বক্তব্য দিতে পারবোনা আমাদের হেডকোয়ার্টারে মিডিয়া উইংয়ে যোগাযোগ করুন।
Advertisement
অপরদিকে চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার সৈয়দ মোসফিকুর রহমানের হোয়াটসঅ্যাপে বার্তা দেওয়ার পর মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি