বিয়ের আসরে কাঁদলেন মেহজাবীন-রাজীব (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন  প্রতিনিধি,মঙ্গলবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ১২ ১৪৩১ :

বর-কনের সাজে আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরী। মালা বদলের পর স্ত্রী মেহজাবীনের হাত উঁচিয়ে ধরেন উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে। তখন চোখ থেকে জল ঝরছে নির্মাতা আদনানের। এরপর পরস্পরকে জড়িয়ে ধরেন তারা, কাঁদতে থাকেন মেহজাবীন। রিল লাইফের গল্পের মতো তৈরি হয় আবেগঘন মুহূর্ত।

Advertisement

 

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীনের বিয়ের ভিডিও ক্লিপ। তাতে এমন দৃশ্য দেখা যায়। যা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন এই তারকা অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরাও।

মেহজাবীন জানিয়েছে, দীর্ঘ ১৩ বছর সম্পর্কে থাকার পর আদনান আল রাজীবের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। গত ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেন তারা। আজ রাজধানীর অদূরে একটি রিসোর্টে আনুষ্ঠানিকভাবে বিয়ের পর্ব সারছেন।

Advertisement

 

নতুন জীবনের জন্য দোয়া চেয়ে মেহজাবীন চৌধুরী বলেন, “আমরা যেন সারাজীবন আনন্দের সঙ্গে একত্রে কাটাতে পারি, নতুন অধ্যায় শুরু করে আপনাদের কাছে সেই প্রার্থনা কামনা করছি।”

আনন্দ অশ্রুতে চোখের পাতা ভিজে উঠে মেহজাবীন-রাজীবের