এজলাসে হাউমাউ করে কাঁদলেন গুলশান থানার সাবেক ওসি (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি), আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিনিধি, বৃহস্পতিবার   ২০ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ৭ ১৪৩১ :

ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে ছিলেন দাবি করে এজলাসে হাউমাউ করে কাঁদলেন রাজধানীর গুলশান থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল হক। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানিকালে এ ঘটনা ঘটে।

Advertisement

এদিন শুনানিতে হাজির করা আসামিদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় তিনি সাভারে নিহতদের লাশ পোড়ানোর ঘটনায় মাজহারুল হককে সাভার এলাকার ওসি উল্লেখ করে ঘটনার দায়ে তাকে অভিযুক্ত করেন।

Advertisement

পরে এজলাসে হাউমাউ করে কাঁদতে শুরু করেন মাজহারুল হক। শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করে তিনি ট্রাইব্যুনালকে তিনি জানান, ছাত্র-জনতার আন্দোলনের সময় তিনি গুলশান থানার দায়িত্বে ছিলেন। কখনো সাভার এলাকার দায়িত্বে ছিলেন না। এ সময় লাশ পোড়ানোর ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের পক্ষে ছিলেন বলেও দাবি করেন মাজহারুল হক।

Advertisement

 

পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি ন্যায়বিচার পাবেন।’ পরবর্তীতে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ভুল করে তিনি সাভার এলাকায় মাজহারুল হকের দায়িত্ব পালনের কথা বলেছেন। তিনি গুলশান থানার ওসি হিসেবে দায়িত্বে ছিলেন। একপর্যায়ে শুনানিতে রাজধানীর বাড্ডা এলাকায় মাজহারুল হকের নেতৃত্ব হত্যাকাণ্ডের চিত্র ট্রাইব্যুনালে তুলে ধরেন তিনি।

গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক। ছবি: সংগৃহীত