ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি), কেরানীগঞ্জ প্রতিনিধি,মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি ২০২৫ || ফাল্গুন ৬ ১৪৩১ :
টিকটকে উদ্ভট ভিডিও ছেড়ে ভিউ, লাইক টেনে টাকা আয়ের জন্য মানুষের কব্জি কাটার নেতৃত্ব দেওয়া একটি গ্রুপের নেতা আনোয়ারকে গ্রেপ্তার করেছে র্যাব-২।
Advertisement
‘কব্জিকাটা আনোয়ার’ বা ‘শ্যুটার আনোয়ার’ হিসেবে পরিচিত এই সন্ত্রাসীর আরো কয়েক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি সামুরাই, দুটি ছুরি, আট কেজি গাঁজা ও একটি প্রাইভেটকার।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কারওয়ান বাজার র্যাবের মিডিয়া সেন্টার সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সংস্থারটির আইন ও লিগ্যাল অ্যান্ড মিডিয়া পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।
তিনি বলেন, সোমবার (১৭ ফেব্রুয়ারি) কেরানীগঞ্জ থেকে আনোয়ারকে গ্রেপ্তার করা হয়। পরে মোহাম্মদপুর এলাকা থেকে তার আরো কয়েকজন সহযোগীকে ধরা হয়। আনোয়ারের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা, হত্যা চেষ্টা, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রয়েছে।
র্যাব জানায়, মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান, নবীনগর হাউজিং, চন্দ্রিমা হাউজিং ও আদাবরের শ্যামলী হাউজিং, শেখেরটেক, নবোদয় হাউজিং এলাকায় হত্যা, অস্ত্র-গুলি, মাদক কেনাবেচা, চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পরে কব্জিকাটা আনোয়ার গ্রুপ বাহিনী।
Advertisement
নিজের শক্তি বৃদ্ধি এবং আধিপত্য বজায় রাখার জন্য এলাকার কিশোরদের মাদক, অস্ত্র ও অর্থের প্রলোভন দেখিয়ে নিজস্ব দলের ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অপকর্মে তাদের ব্যবহার করে অপরাধ জগৎ থেকে উপার্জিত টাকার মাধ্যমে সে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়ে উঠে।
র্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, গত কয়েক মাসে গ্রেপ্তার করা আনোয়ারের হাতেই সাত-আটজন হামলার শিকার হয়েছেন। কেউ হারিয়েছেন পা, কেউ হাত আবার কেউ পঙ্গু হয়ে বিছানায় কাতরাচ্ছেন। তার হামলার শিকার ব্যক্তিদের বেশিরভাগই এলাকা ছেড়ে চলে গেছেন। তার ভয়ে মামলাও করেন না অনেকে। আবার কেউ মামলা করলে তাকে নানা ভয়ভীতি দেখায় আনোয়ারের কব্জিকাটা গ্রুপের সদস্যরা।
Advertisement
আনোয়ারের বিরুদ্ধে ২০১৯ সালে প্রথম আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংগঠিত সংঘর্ষে আদাবর থানায় মামলা দায়ের হয়। গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত তার বিরুদ্ধে হত্যা, হত্যা চেষ্টা, মারপিট, চাঁদাবাজি, জোরপূর্বক ভূমি দখলসহ বিভিন্ন অপরাধে অসংখ্য মামলা হলেও জামিনে মুক্ত হয়েই তিনি আবার অন্ধকার জগতে ফিরে আসেন এবং আগের চেয়ে অপরাধের মাত্রা বাড়িয়ে দেন।
ঢাকার মোহাম্মদপুরের কব্জিকাটা আনোয়ার।