সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়: জামায়াত সেক্রেটারি

SHARE

নির্বাচন কমিশন ভবনে ব্রিফিংকালে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ছবি: ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি)

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),রাজনীতি  প্রতিনিধি,বৃহস্পতিবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ||  মাঘ ৩০ ১৪৩১ :

সংস্কার ছাড়া নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর ৬ সদস্যের প্রতিনিধিদলের বৈঠক শেষে ব্রিফিংয়ে এমনটা জানান তিনি।

Advertisement

জামায়াত সেক্রেটারি বলেন, ইসিকে পরিষ্কার বলেছি- সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়। অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে রাষ্ট্রের যেসব অর্গান ও বিভাগ জড়িত সেগুলো সংস্কার করেই জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। তা না হলে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে না। আগের তিন নির্বাচনে জনগণ যে ভোট দিতে পারেনি, তারই পুনরাবৃত্তি হবে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সংস্কার নিয়ে অনেকে ভুল বোঝে। রাষ্ট্রের সংস্কার নির্বাচিত সরকারের দায়িত্ব।

Advertisement

এজন্য সময় লাগবে। তবে নির্বাচনকে নিরপেক্ষ করতে ন্যূনতম সংস্কারে যে সময় প্রয়োজন অন্তর্বর্তী সরকারের, জামায়াতে ইসলামী সে সময় দিতে প্রস্তুত। কোনো দিনক্ষণ বেঁধে দেয়া হয়নি।

 

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও খোলামেলা পরিবেশে আলাপ হয়েছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করার ব্যাপারে আলোচনা হয়েছে। আমরা ২৩টি পয়েন্টে বক্তব্য লিখিত আকারে দিয়েছি। উনারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। এগুলো থেকে উপকৃত হবেন বলে জানিয়েছে ইসি।

Advertisement

নির্বাচনে প্রার্থী দেয়া নিয়ে এক প্রশ্নের জবাবে জামায়াত সেক্রেটারি বলেন, ৩০০ আসনে প্রার্থী দেয়ার সক্ষমতা জামায়াতে ইসলামীর আছে। ইতোমধ্যে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বর্তমানে বাংলাদেশ জামায়াতের নিবন্ধনের বিষয় আদালতে পেন্ডিং আছে। আমরা আশা করি ন্যায়বিচার পাব এবং দাঁড়িপাল্লা প্রতীক পাব।