ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি), ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি,বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫ || মাঘ ৩০ ১৪৩১ :
ব্রাহ্মণবাড়িয়ায় শটগানের ৬৭টি কার্তুজসহ জেলা গোয়েদা পুলিশের (ডিবি) দুই কনস্টেবলকে গ্রেপ্তার করছে পুলিশ।
Advertisement
তারা হলেন শাখাওয়াত হোসেন (২৯) ও সোহরাব হাসান (৩০)। গত মঙ্গলবার রাত ১০টার দিকে শহরের কাউতলী এলাকার ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই সোহেল আহমদ বাদী হয়ে মঙ্গলবার রাতে সদর মডেল থানায় মামলা করেন।
Advertisement
অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ইকবাল হোছাইন বলেন, এই ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। নিয়মানুসারে তারা চাকরিচ্যুত হবেন এবং ঘটনার তদন্ত হবে।
৬৭ কার্তুজসহ ২ গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার