রিমান্ড শুনানি শেষে কারাগারে সাবেক রেলমন্ত্রী সুজন (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),পঞ্চগড় প্রতিনিধি,সোমবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ||  মাঘ ২০ ১৪৩১ :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া পঞ্চগড়ের রিকশাচালক আল আমিনকে হত্যার পর মরদেহ গুমের মামলায় প্রধান আসামি সাবেক রেলমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম সুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

Advertisement

তিনদিনের রিমান্ড শেষে সোমবার দুপুরে পঞ্চগড় সদর থানা পুলিশ সাবেক এই রেলমন্ত্রীকে পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুললে আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী মির্জা সারোয়ার হোসেন গণমাধ্যমকর্মীদের বলেন, আমরা আজকে (সোমবার) আদালতে কোনো জামিনের আবেদন করিনি। জামিনের আবেদন মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আদালতে দেওয়া হবে। সুজন সাহেব সুস্থ আছেন বলে আদালতকে জানিয়েছেন। আমরাও দেখেছি তিনি সুস্থ আছেন।

Advertisement

এর আগে, ২০২৪ সালের ২ ডিসেম্বর সকাল ১০টার দিকে পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একই মামলায় হাজির করা হলে বিচারক মো. আশরাফুজ্জামান সাবেক রেলপথমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম সুজনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর একই মামলায় চলতি বছরের ৩০ জানুয়ারি সকালে সাবেক এই রেলমন্ত্রীকে আদালতে তোলার পরে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক মিয়া। পরে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে রিমান্ড শেষে সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে তোলা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Advertisement

জানা গেছে, পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুম হয় আল আমিন। এ ঘটনায় আল আমিনের বাবা মনু মিয়া গত ১০ই নভেম্বর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রেলমন্ত্রী সুজনসহ ১৯ জনকে আসামি করে হত্যা ও গুমের মামলা দায়ের করেন।
এ মামলায় আরও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।