আ.লীগ-যুবলীগ নেতাসহ চা-চক্রে উপ-প্রকৌশলী, বিএনপির প্রতিবাদ

SHARE

সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিপ্লব সিকদার মেঘনা থেকে,সোমবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ||  মাঘ ২০ ১৪৩১ :

সাবেক উপজেলা চেয়ারম্যান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম ও উপজেলা যুবলীগের সদস্য সচিব গাজী দেলোয়ার হোসেন মাস্টারকে নিয়ে উপজেলা উপ-প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদার নিজ দপ্তরে চা চক্রে মিলিত হন। এ খবর পেয়ে সেখানে ছুটে যান বিক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা। একপর্যায়ে সেখান থেকে পালিয়ে যান এই দুই নেতা।

Advertisement

রোববার সন্ধ্যায় কুমিল্লার মেঘনা উপজেলায় এ ঘটনা ঘটে। উপজেলা প্রশাসন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, সন্ধ্যায় উপজেলা উপ-প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদার নিজ দপ্তরে এদের নিয়ে চা চক্রে মিলিত হন। খবর পেয়ে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করেন। তখন এই দুই নেতা সেখান থেকে পালিয়ে যান।

Advertisement

এ বিষয়ে মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল অদুদ মুন্সি বলেন, স্বৈরাচারের দোসর, বিনা ভোটের উপজেলা চেয়ারম্যান ও যুবলীগ নেতাদের উপজেলা প্রকৌশল দপ্তরের দায়িত্বরতরা বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে প্রতিষ্ঠিত করতে কাজ করছে। খবর পেয়ে আমরা সেখানে গেলে তারা পালিয়ে যায়। ইউএনও’র মাধ্যমে এই উপজেলা থেকে তাদের প্রত্যাহার চেয়েছি।

এ বিষয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম ও যুবলীগ নেতা দেলোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি। উপজেলা উপ-প্রকৌশলী হেলাল উদ্দিন বলেন, তারা একটি স্কুলের বিষয়ে এসেছিলেন। সেটি আমার দপ্তরের কাজ না। আমি তাদের আপ্যায়ন করি। ব্যক্তিগতভাবে আমি তাদের চিনি না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হ্যাপী দাস এ বিষয়ে আমার দেশকে বলেন, আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। পরিস্থিতি শান্ত আছে।

Advertisement