ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি), ঢাকার রামপুরা প্রতিনিধি,শনিবার ০১ ফেব্রুয়ারি ২০২৫ || মাঘ ১৯ ১৪৩১ :
২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর রামপুরার মেরাদিয়ায় নির্মাণাধীন ভবনের ছাদের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলির ঘটনায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহার নেতৃত্বে ঢাকা মহানগর পুলিশের একটি দল তাকে দীঘিনালা থানা থেকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া।
Advertisement
তিনি জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মহানগর পুলিশের একটি দল ও ট্রাইব্যুনালের প্রসিকিউটরের নেতৃত্বে থানার ভেতর থেকে এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে গ্রেপ্তার করে নিয়ে যায়। ঢাকার রামপুরা থানার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
Advertisement
তিনি আরও জানান, গত নভেম্বর মাসে খাগড়াছড়ির দীঘিনালা থানায় যোগদান করেন এএসআই চঞ্চল চন্দ্র সরকার।
প্রসঙ্গত, গেল বছরের ১৯ জুলাই ছাত্রদের আন্দোলন চলাকালে ঢাকার রামপুরা এলাকায় নিমার্ণাধীন ভবনের উপর উঠে আমির হোসেন নামে এক ছাত্রকে লক্ষ্য করে গুলি ছোড়ে এএসআই চঞ্চল চন্দ্র সরকার। তবে এ ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে যান আমির।