সালমান এফ রহমান ও পরিবারের ৫৯ বিঘা জমি ক্রোকের আদেশ

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),দোহার প্রতিনিধি,শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১০ ১৪৩১ :

বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, ছেলে শায়ান ফজলুর রহমান, ভাই এ এস এফ রহমানের নামে থাকা এক হাজার ৯৬৭ শতাংশ বা ৫৯ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব স্থাবর সম্পদের বাজার মূল্য ৯ কোটি ৫১ লাখ ৮৪ হাজার টাকা।

Advertisement

 

ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত গত ১৩ জানুয়ারি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী এ তথ্য জানান।

তিনি বলেন, “গত ১৩ জানুয়ারি এসব স্থাবর সম্পদ জব্দের আদেশ দেওয়া হয়েছে। এসব সম্পদের দেখভালে রিসিভার নিয়োগ করা হয়েছে।”

Advertisement

Advertisement