ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),সাংবাদিক ইব্রাহীম মেঘনা (কুমিল্লা )থেকে, বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫ || মাঘ ৯ ১৪৩১ :
কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে তিনটি বাল্কহেডসহ তাদের আটক করা হয়।
Advertisement
নৌপুলিশ সূত্র জানায়, গভীর রাত থেকে সকাল পর্যন্ত চালিভাঙ্গা এলাকায় চক্রটি অবৈধভাবে বালু উত্তোলন করছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে বালু উত্তোলননের সঙ্গে সংশ্লিষ্ট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, পিরোজপুর জেলার জুনায়েদ বেপারীর ছেলে মো. নজরুল ইসলাম (৩২), আনোয়ার জম্মাদারের ছেলে হাসিব জম্মাদার (২৩), পটুয়াখালীর বাবুল মোল্লার ছেলে হৃদয় মোল্লা (২৪), বরগুনার মজিদ খাঁ’র ছেলে মো. কামাল (২৫), মো. বাদল মৃধার ছেলে মো. সাইফুল ইসলাম (১৮), বরিশালের মো. জামাল খাঁ’র ছেলে মো. হেলাল (৪০), গোপালগঞ্জের শহীদ বিশ্বাসের ছেলে মো. রানা বিশ্বাস (২২), চট্টগ্রামের মৃত রওশনুজ্জামানের ছেলে মো. ইউসূফ (৩৭), নড়াইলের মৃত ইউসূফ মোল্লার ছেলে গোলাম রসুল (৩৭), খায়রুল ইসলামের ছেলে মো. ইমরুল কায়েস (২৮), মিন্টু শেখের ছেলে মোস্তাকিন (২০), রউফ বিশ্বাসের ছেলে খায়রুল বিশ্বাস (২৭), নেত্রকোনার আব্দুল হাকিমের ছেলে রাকিব মিয়া (২২) ও ঝালকাঠির মৃত আব্দুর রশিদের ছেলে মো. ইমরান (৩৫)।
এছাড়াও বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা হলেন, নলচর গ্রামের মৃত হাবিবুল্লাহর ছেলে রবিউল ইসলাম (রবি), আব্দুল বারেকের ছেলে মহসিন, আলী হোসেন, হাসনাত, মৃত হাবিবুল্লাহর ছেলে ইব্রাহীম ও লাল চাঁনের ছেলে খলিল এবং অজ্ঞাত পিতার ছেলে মো. জুয়েল।
Advertisement
অভিযানে জব্দ করা বাল্কহেডগুলো হলো ‘মেসার্স মোল্লা ভাই ভাই পরিবহন, মেসার্স তুবা এন্টারপ্রাইজ এবং মেসার্স সৌদিয়া শিপিং লাইন্সের।’
নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজমগীর হোসাইন বলেন, “আমরা অভিযান চালিয়ে তিনটি বাল্কহেড জব্দ ও ১৪ জনকে গ্রেফতার করেছি এবং তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে বালু উত্তোলনে জড়িতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের শনাক্তের চেষ্টা চলছে। এই চক্রটি এর আগেও বালু উত্তোলনের সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছিল, এবং তারা লিখিত অঙ্গীকার করেছিল যে, ভবিষ্যতে এ ধরনের কাজ করবে না। কিন্তু তারা সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। নদীর পরিবেশ রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে নৌপুলিশ সর্বদা সচেষ্ট।”