ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি), চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫ || মাঘ ৯ ১৪৩১ :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ সীমান্তে তখন কঠিন পরিস্থিতি। ভারতীয় দিক থেকে আসছে ক্রমাগত উষ্কানি। কিন্ত একজন সেনা কর্মকর্তার নেতৃত্বে বিজিবি সদস্যরা কঠিন পরিস্থিতি সামাল দিয়েছেন সাহসের সঙ্গে।
Advertisement
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ঢুকে জোর করে আম গাছ কাটতে চেয়েছিল ভারতীয়রা। তাতে বাংলাদেশিরা বাধা দিলে বাধে দুই পক্ষের উত্তেজনা। এমনকি বিএসএফ টিয়ারশেল ও ককটেল ছুড়ে এ ঘটনায়।
Advertisement
তবে পুরো পরিস্থিতিতে বাংলাদেশের জনগণের সাথে একসাথে কাজ করেছে বিজিবি। আর ঠাণ্ডা মাথায় এই পরিস্থিতে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
Advertisement
লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, এইটুকু নিশ্চিত করতে চাই বাংলাদেশি জনগণ ও বিজিবি আমরা প্রস্তুত আছি সীমান্তে। জনগণ আমাদের পাশে ভবিষ্যতেও থাকবে। যে কোন পরিস্থিতি আমাদের কন্ট্রোলে আছে। তবে এত মানুষ এসে মাঠের ফসল নষ্ট না করার অনুরোধ জানান তিনি।
ছবি: সংগৃহীত