সেই অটোচালককে বুকে জড়িয়ে ধরলেন সাইফ আলী খান (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,বুধবার   ২২ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ৮ ১৪৩১ :

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া অটোচালক রানার সঙ্গে দেখা করেছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান।

Advertisement

 

এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল বিকালে লীলাবতী হাসপাতাল থেকে ছাড়া পান আহত অভিনেতা সাইফ আলী খান। তার আগে অটোচালক ভজন সিং রানার সঙ্গে দেখা করেন সাইফ। স্বল্প সময়ের সাক্ষাতে রানাকে পেয়েই তাকে বুকে জড়িয়ে ধরেন এবং ধন্যবাদ জানান সাইফ। সব মিলিয়ে পাঁচ মিনিটের মতো কথা বলেন তারা। এসময় সাইফের মা শর্মিলা ঠাকুর রানার জন্য অনেক দোয়া করেন।

ইন্ডিয়া টুডের সঙ্গে কথা বলেছেন ভজন সিং রানা। সেই রাতের ঘটনার বর্ণনা দিয়ে রানা বলেন, “আমি ওই বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ গেট থেকে শব্দ শুনতে পাই। একজন নারী সাহায্য চেয়ে চিৎকার করছিলেন, ‘রিকশা থামান’ বলে ডাকছিলেন। প্রথমে জানতাম না যে, তিনি সাইফ আলী খান। আমি এটিকে সাধারণ হামলার ঘটনা বলে মনে করেছিলাম।”

Advertisement

অটোতে ওঠার পরের ঘটনা বর্ণনা করে রানা বলেন, “তিনি (সাইফ আলী খান)  পায়ে হেঁটে অটোতে ওঠেন। তার সঙ্গে ছোট একটি ছেলে ও একজন নারী ছিলেন। অটোতে ওঠার পরই তার প্রথম প্রশ্ন ছিল— ‘হাসপাতাল পৌঁছাতে কতক্ষণ লাগবে?’ আমরা দশ মিনিটের মধ্যে হাসপাতালে পৌঁছেছিলাম।”

Advertisement

গত ১৫ জানুয়ারি দিবাগত মধ্যরাতে সাইফ আলী খানের মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে ঢুকে তাকে ছুরিকাঘাত করেন এক দুর্বৃত্ত। এতে গুরুতর আহত হন ‘রেস’ তারকা সাইফ। গ্যারেজে দামি গাড়ি থাকার পরও তা নিয়ে হাসপাতালে যেতে পারেননি তিনি। পরে রক্তাক্ত সাইফকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যান অটোচালক রানা। গতকাল বিকালে হাসপাতাল থেকে বান্দ্রার বাড়িতে ফিরেছেন সাইফ আলী খান।

অটোচালক রানার সঙ্গে সাইফ আলী খান