ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),চট্টগ্রাম প্রতিনিধি,বুধবার ২২ জানুয়ারি ২০২৫ || মাঘ ৮ ১৪৩১ :
আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন আয়োজিত বিনাখরচে বিয়ের অনুষ্ঠানে বিয়ে করা এক দম্পতি জানালো তাদের সন্তুষ্টির কথা।
Advertisement
আয়োজনে অংশগ্রহণ করা একজন বর বলে, যৌতুক প্রথা আর দেনমোহরের কাবিন সেটি সম্পূর্ণ দিয়ে দিতে হবে। সাথে সাথে ফ্রি মিক্সিং থেকে বাঁচার জন্য বিয়ে করাটা উচিত।
তিনি আরো বলেন, আমরা দুজনই স্টুডেন্ট এখন। আমরা কোনো জব করিনা। স্টুডেন্ট হয়েও বিয়ে করছি কারণ মানুষ আমাদের থেকে দেখে ফ্রি মিক্সিং থেকে দূরে থাকতে পারে। আমরা বিয়ে করছি কারণ ভবিষ্যতে আমাদের চাকরি-বাকরি হবে, তখন প্রতিষ্ঠিত হবো কিন্তু তার আগে ফ্রি মিক্সিং থেকে বাঁচা দরকার। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ।
Advertisement
অন্যদিকে কনে বলেন, আলহামদুলিল্লাহ। অনেক ভালো লাগছে। একজন বাবা অনেক কষ্ট করে তার মেয়েকে মানুষ করে। সে কেন যৌতুক দিবে, এটা তো ঠিক না। বিয়েটা করে রাখছি। দুজনে মিলে ভবিষ্যতে ভালো কিছু করবো।
Advertisement
উল্লেখ্য, সম্পূর্ণ বিনা খরচে বিয়ে আর হানিমুনের আয়োজন করেছে চট্টগ্রামের আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। শর্ত শুধু বিয়েটি যৌতুকবিহীন ও নির্ধারিত দেনমোহর নগদ পরিশোধ করতে হবে। বিয়ের আয়োজনে বর-কনের পক্ষ থেকে ১০০ অতিথি খাওয়ানোর পাশাপাশি কক্সবাজারে ফ্রি হানিমুন প্যাকেজও দেওয়া হবে।
ছবি: সংগৃহীত