মাটিচাপা পড়ার ৩০ মিনিট পর শ্রমিককে জীবিত উদ্ধার (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ফরিদপুরের আলফাডাঙ্গা প্রতিনিধি,মঙ্গলবার   ২১ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ৭ ১৪৩১ :

কয়েক মিনিট নয়, টানা ৩০ মিনিট মাটির নিচে চাপা পড়া অবস্থায় অলৌকিকভাবে প্রাণে বাঁচলেন রুবেল নামের এক নির্মাণ শ্রমিক।

Advertisement

মঙ্গলবার (১৪ জানুয়ারি সকালে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর এলাকার শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীদের ৩০ মিনিটের চেষ্টায় তাকে মাটির নিচ থেকে উদ্ধার করা হয়। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Advertisement

ভবন মালিক মোশারফ হোসেন বলেন, ‘আমার ভাই মাহফুজার তার ছেলে রুবেলকে নিয়ে বিল্ডিংয়ের হাউস খননের কাজ করছিলেন। কাজের শেষ পর্যায়ে আজ সকালে এই দুর্ঘটনা ঘটে।

আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মো. নাজমুল হাসান রনি বলেন, ‘খবর পেয়ে লিডার কোহিনুর ইসলামের নেতৃত্বে স্থানীয়দের সহযোগিতায় নির্মাণ শ্রমিক রুবেলকে জীবিত উদ্ধার করতে পেরেছি। হাসপাতালে নিয়ে তাকে ভর্তি করা হয়েছে। তিনি এখন সুস্থ আছেন।

’ 

আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আবিদ হাসান বলেন, ‘সকালে ফায়ার সার্ভিসের লোকজন রুবেল নামে একজন লোক নিয়ে এলে আমরা চিকিৎসা দিয়েছি। তার হাতের আঙুল কেটে গেছে, চিকিৎসা চলমান রয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত।’

সংগৃহীত ছবি