গাজায় যুদ্ধবিরতি ইসরায়েলে ফিরেছেন হামাসের কাছে থাকা তিন জিম্মি (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,মঙ্গলবার   ২১ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ৭ ১৪৩১ :

যুদ্ধবিরতি কার্যকরের পর গাজা থেকে ইসরায়েলে ফিরতে শুরু করেছেন হামাসের কাছে থাকা জিম্মি ব্যক্তিরা। প্রথম দফায় তিনজন জিম্মি পরিবারের কাছে ফিরেছেন বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।

Advertisement

ফিলিস্তিনের গাজায় দীর্ঘ ১৫ মাস পর যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের মধ্য দিয়ে থেমেছে ইসরায়েলের নৃশংসতা। স্থানীয় সময় গতকাল রোববার বেলা সোয়া ১১টায় অবরুদ্ধ উপত্যকাটিতে যুদ্ধবিরতি কার্যকর হয়।

ইসরায়েলের সামরিক বাহিনী গতকাল রাতে এক বিবৃতিতে জানায়, যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাসের কাছে থাকা তিন জিম্মি নারী ইসরায়েলে ফিরেছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘কিছুক্ষণ আগে তিন জিম্মি নারী ইসরায়েলে ফিরেছেন। তাঁরা তাঁদের মায়েদের সঙ্গে দেখা করেছেন। এরপরই ইসরায়েলের মধ্যাঞ্চলের একটি হাসপাতালে নেওয়া হয় তাঁদের।’

ইসরায়েলের সামরিক বাহিনীর প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা যায়, আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেডক্রসের একটি গাড়িতে করে ইসরায়েলে ফিরেছেন তিন জিম্মি। সীমান্তে তাঁদের স্বাগত জানাচ্ছেন ইসরায়েলের সেনাসদস্যরা। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে তিনজনকে আলিঙ্গন করতে দেখা যায়। এরপর একটি সামরিক হেলিকপ্টারে করে তাঁদের সেবা নামের একটি হাসপাতালে নেওয়া হয়।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন হামলা চালায় গাজার শাসকগোষ্ঠী হামাস। হামলার সময় সেখান থেকে আড়াই শতাধিক মানুষকে জিম্মি করে তারা গাজায় নিয়ে যায়। এর আগে যুদ্ধবিরতি চুক্তির আওতায় বেশির ভাগ জিম্মিকে মুক্তি দেওয়া হয়। এখন যেসব জিম্মি গাজায় আছেন, যুদ্ধবিরতি চুক্তির আওতায় পর্যায়ক্রমে তাঁদের মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে হামাস।

যুদ্ধবিরতির চুক্তির আওতায় প্রথম দফায় গতকাল রোববার গাজা থেকে ইসরায়েলে ফেরা তিন জিম্মি নারীছবি: এএফপি