রিসোর্ট থেকে ১৬ ছাত্র-ছাত্রী আটক, কাজী ডেকে ৪ যুগলের বিয়ে (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),সিলেটে রিসোর্ট বিশেষ প্রতিনিধি,মঙ্গলবার   ২১ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ৭ ১৪৩১ :

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রিজেন্ট পার্কে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৬ জন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীকে আটক করেছে স্থানীয় বাসিন্দারা। রোববার (১৯ জানুয়ারি) দুপুরে সিলাম এলাকায় অবস্থিত এই পার্ক ঘিরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা পার্কে ভাঙচুর চালায় এবং কয়েকটি কক্ষে আগুন ধরিয়ে দেয়।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, পার্কটি উদ্বোধনের পর থেকেই অসামাজিক কার্যকলাপের কেন্দ্রস্থল হয়ে ওঠে। নামকরণে এটি পার্ক হলেও বিভিন্ন বয়সী তরুণ-তরুণীরা এখানে কক্ষ ভাড়া নিয়ে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হন। ঘটনার দিন স্থানীয়রা কক্ষগুলোতে অভিযান চালিয়ে ১৬ জন ছাত্র-ছাত্রীকে আটক করেন।

পরবর্তীতে আটজনকে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয় এবং বাকি আটজনকে স্থানীয় মুরব্বিদের উপস্থিতিতে বিয়ে দেওয়া হয়।

Advertisement

সিলাম ইউনিয়নের কাজী আব্দুল বারী নিশ্চিত করেছেন, চার যুগলকে বিভিন্ন পরিমাণ দেনমোহর নির্ধারণ করে বিয়ে দেওয়া হয়েছে। তাদের মধ্যে তিনজনের দেনমোহর ছিল ১০ লাখ টাকা এবং একজনের ছিল ১২ লাখ টাকা।

এই ঘটনার খবর দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হন। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ-সভাপতি তাজুল ইসলাম তাজুল, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি আবেদ রাজা, এবং অন্য নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি শান্ত করেন।

Advertisement

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও স্থানীয় মুরব্বিরা শিক্ষার্থীদের অভিভাবকদের জিম্মায় দেন। তবে বিয়ের বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন।

ছবি: সংগৃহীত