ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,রোববার ১৯ জানুয়ারি ২০২৫ || মাঘ ৫ ১৪৩১ :
সইফ আলি খানের উপর হামলার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল মুম্বই পুলিশ ৷ রবিবার ভোর রাতে মোবাইল লোকেশন ট্র্যাক করে থানে থেকে গ্রেফতার করা হয়েছে হামলাকারীকে ৷ পুলিশ সূত্রে খবর, হিরানন্দানি কর্মী শিবিরের কাছে লুকিয়ে ছিল সে ৷ সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয় ৷ পুলিশ জানিয়েছে, আত্মগোপনের জন্য একাধিক নাম ব্যবহার করে অভিযুক্ত ৷
Advertisement
পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তির নাম মহম্মদ শরিফুল ইসলাম ৷ যদিও গ্রেফতারের সময় নিজেকে বিজয় দাস বলে পরিচয় দেয় সে ৷ পুলিশের অনুমান, ধৃত ব্যক্তি বাংলাদেশি অনুপ্রবেশকারী ৷ গ্রেফতারের পর তাকে খার থানায় হেফাজতে রাখা হয়েছে ৷
জোন 9-এর ডেপুটি পুলিশ কমিশনার দীক্ষিত গেডাম সাংবাদিক বৈঠকে বলেন, “ধৃতের কাছে ভারতীয় হিসেবে বৈধ কোনও নথি নেই ৷ তবে তার কাছে এমন কিছু তথ্য-প্রমাণ পাওয়া গিয়েছে, যা তার বাংলাদেশের নাগরিক হওয়ারই ইঙ্গিত দিচ্ছে ৷ ভারতে অনুপ্রেবেশের পর নিজের নাম বদলে বিজয় দাস করে নেয় সে ৷ গত 5-6 মাস আগেই মুম্বই এসেছে ৷ প্রথমে বেশ কয়েকদিন মুম্বইয়েও ছিল ৷ এরপর সেখান থেকে চলে আসে ৷”
ডিসিপি আরও জানান, সইফের বাড়িতে মূলত চুরির উদ্দেশ্য়েই ঢুকেছিল সে ৷ তাকে দ্রুত আদালতে পেশ করে পুলিশি হেফাজতের দাবি জানানো হবে বলেও জানিয়েছেন তিনি ৷
Advertisement
গত 16 জানুয়ারি, গভীর রাতে মুম্বইয়ের অভিজাত বান্দ্রা এলাকায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতার 12 তলা অ্যাপার্টমেন্টে দুষ্কৃতী ঢুকে পড়ে ৷ পরিবার ও বাড়ির অন্যদের বাঁচাতে বলিউড চলচ্চিত্রের ‘অ্যাকশন হিরো’র মতোই দুষ্কৃতীর সঙ্গে লড়াই করেন সইফ ৷ তাঁকে ছ’বার ছুরি দিয়ে কুপিয়েছে দুষ্কৃতী ৷ এরপর রক্তাক্ত অবস্থায় গুরুতর জখম অভিনেতাকে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তিনি এখন সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে আপাতত বিপন্মুক্ত সইফ আলি খান ৷
Advertisement
হামলার পর সইফের বাড়ির পিছনের সিঁড়ির সিসি ক্যামেরার ফুটেজে এক সন্দেহভাজনকে দেখা যায় ৷ সেই ছবি হাতে পাওয়ার পরই তল্লাশি অভিযান শুরু করে পুলিশ ৷ শনিবার ওই সন্দেহভাজনকে ছত্তিশগড়ের দুর্গ স্টেশন থেকে গ্রেফতার করা হয় ৷ মুম্বই পুলিশের দেওয়া ছবি এবং গোপন সূত্রে খবর পেয়ে আরপিএফ মুম্বই-হাওড়া জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে তল্লাশি চালায় ৷ ট্রেন থেকেই তাকে গ্রেফতার করা হয় ৷
থানে থেকে গ্রেফতার আরও একজন (এএনআই)