ফ্রান্সের নিসে হামলার দায় স্বীকার আইএসের

SHARE

nice-attack20160716150114ঢাকা: ফ্রান্সের নিসে শহরে বর্বরোচিত সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

শনিবার (১৬ জুলাই) এক বিবৃতি দিয়ে তারা এ দায় স্বীকার করে নেয়। আইএসের ওই বিবৃতির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) নিসে শহরে জনতার ওপর ট্রাক চালিয়ে দেয় এক সন্ত্রাসী। এতে অন্তত ৮৪ জন নিহত হয়।